Kajol in kolkata

কলকাতায় কাজল, সঙ্গী রণিত রায়, কোথায় কোথায় হবে হিন্দি ছবিটির শুটিং?

কলকাতায় কাজলের যাতায়াত লেগেই থাকে। তবে গত দু’বার আসেন ঝটিকা সফরে। এ বার কলকাতায় নেমেই সোজা বোলপুর রওনা দিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৪ ১৮:০১
Share:

(বাঁ দিকে) কাজল। রণিত রায় (ডান দিকে)। ছবি: পিটিআই।

কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল, কলকাতায় আসতে চলেছেন কাজল। যদিও প্রথম বার আনন্দবাজার অনলাইনই জানায়, মার্চ মাসে কলকাতায় আসবেন অভিনেত্রী। অবশেষে সেই খবরেই পড়ল সিলমোহর। ছবির নাম ‘মা’। অভিনেত্রী একা নন, সঙ্গে রয়েছেন অভিনেতা রণিত রায়। পরনে ধূসর রঙের কো-অর্ড সেট, চোখে রোদচশমা। শুক্রবার কলকাতা বিমানবন্দরে এই ভাবে দেখা গেল অভিনেত্রীকে।

Advertisement

এমনিতেই কলকাতার সঙ্গে তাঁর নাড়ির টান। বাঙালি পরিচালক সমু মুখোপাধ্যায়ের ও তনুজার কন্যা তিনি। যদিও কাজলের বেড়ে ওঠা গোটাটাই মুম্বই শহরে। বিয়ে করেছেন মরাঠি পরিবারে। অবশ্য কলকাতায় তাঁর যাতায়াত লেগেই থাকে। শেষ বার ‘সালাম ভেঙ্কি’ ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি। এ ছাড়াও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অতিথি হয়ে এসেছেন অভিনেত্রী। যদিও গত দু’বার ঝটিকা সফরে আসেন অভিনেত্রী। কিন্তু এ বার টানা অনেক দিন থাকবেন বঙ্গে। কলকাতায় নেমে রওনা দিয়েছেন বোলপুরের উদ্দেশে। সূত্রের খবর, আগামী ৬ এপ্রিল অবধি শান্তিনিকেতনের সোনাঝুরির হাট-সহ বেশ কিছু জায়গায় হবে শুটিং। শোনা যাচ্ছে ৭ এপ্রিল কলকাতায় ফিরবেন অভিনেত্রী। ছবির পরিচালক বিশাল ফুরিয়া। এর আগে নুসরত ভারুচার ‘ছোরি’ ছবির পরিচালনা করেছেন তিনি। এ বার কাজল-রণিতের ছবির দায়িত্বে বিশাল। তবে ছবির গল্প নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নির্মাতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement