সপরিবারে: কাজল, অজয় , যুগ এবং নাইসা।
গায়ের রং থেকে মেকআপ—সামান্য কারণেও সোশ্যাল মিডিয়ায় নাইসা দেবগণের কদর্য ট্রোল সোশ্যাল মিডিয়ায় নতুন নয়। মা হয়ে কী করে সহ্য করেন কাজল? মুখ খুললেন অভিনেত্রী।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাজল বলেন, “এক কথায় ভয়াবহ। বাবা-মা হিসেবে আপনি সব সময় আপনার সন্তানকে রক্ষা করতে চাইবেন। তার সঙ্গেই যদি এমনি কিছু ঘটে তা হলে তা এক জন মায়ের জন্য খুবই কষ্টের।”
গত বছর মে মাসে অজয় দেবগণের বাবা বীরু দেবগণ প্রয়াত হন। তাঁর মৃত্যুর ঠিক পর দিন নাইসার পার্লারে যাওয়ার একটি ছবি রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেট জুড়ে সমালোচনার ঝড় ওঠে। সেই প্রসঙ্গ টেনে এনেই কাজল আরও যোগ করেন, “ছোট থেকেই ছেলে মেয়েদের বোঝানো উচিত সোশ্যাল মিডিয়া সমাজের একটি সামান্য অংশ মাত্র যা এড়িয়ে চলাই ভাল। ছেলেকে বলেছি মেয়েদের সম্মান করতে। মেয়েকেও বলেছি আত্মসম্মান সবচেয়ে বড়।”
আরও পড়ুন-বয়ফ্রেন্ড অভিমন্যুর সঙ্গে মানালির দোল যাপন
দেখুন কী বলেছেন কাজল
শুধু কাজলই নন, কিছু দিন আগে মেয়ের পাশে দাঁড়িয়েছিলেন বাবা অজয় দেবগণও। তিনি বলেছিলেন, “প্রত্যকের ব্যক্তিগত জীবন রয়েছে। বাইরে থেকে দেখে কাউকে বিচার করা সহজ। আদপে কয়জনের সত্যিটা জানার ইচ্ছে রয়েছে?”