Tamil industry

সুপারহিট তামিল ছবি ‘কধল’-এর অভিনেতার মৃতদেহ অটোর মধ্যে

২০০৪ সালে চন্দ্রমৌলি পরিচালিত এই ছবিতে বাবুর অভিনয় উচ্চপ্রশংসিত হয়েছিল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মার্চ ২০২১ ২০:৪৩
Share:

প্রয়াত অভিনেতা বাবু

সুপারহিট তামিল ছবি ‘কধল’-এ পার্শ্বচরিত্রে অভিনেয় করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন বাবু। মঙ্গলবার সকালে চেন্নাইয়ে সেই অভিনেতার মৃতদেহ মিলল অটোর মধ্যে।

Advertisement

২০০৪ সালে চন্দ্রমৌলি পরিচালিত এই ছবিতে বাবুর অভিনয় উচ্চপ্রশংসিত হয়েছিল। এ ছাড়া বিজয়ের ‘ভেট্টাইকরন’ ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। তবে চেন্নাইবাসী অভিনেতা তার পর থেকে খুব একটা সুযোগ পাননি ছবিতে। তাঁর দৈন্যদশার খবর ছড়িয়ে পড়ে একটি ভিডিয়োর মাধ্যমে। বাসস্থানও ছিল না বাবুর। মন্দির বা প্ল্যাটফর্মে ঘুমোতেন তিনি। কয়েক বছর ধরে একটি অটোয় থাকতেন তামিল অভিনেতা। জানা গিয়েছিল, নানা দুর্দশার কারণে মানসিক স্থিতি হারিয়ে ফেলেছিলেন বাবু।

সেখানেই মৃত অবস্থায় পাওয়া যায় বাবুকে। মৃত্যুর কারণ স্পষ্ট নয় এখনও। তবে চিকিৎসকের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement