June Malia

ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী জুন মাল্য

অভিনয় দুনিয়ায় অনেক বছর ধরেই দাপটের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে জুনকে। সাম্প্রতিক কালে ‘বাইশে শ্রাবণ’, ‘নীল নির্জনে’, ‘সোয়েটার’... জুনের ঝুলিতে রয়েছে একের পর এক হিট ছবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৯ ১৮:১২
Share:

জুন মাল্য

সাতপাকে বাঁধা পড়ছেন অভিনেত্রী জুন মাল্য। দীর্ঘদিনের বন্ধু সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। আগামী ডিসেম্বরের ১ তারিখেই হবে বিয়ের অনুষ্ঠান।

Advertisement

সৌরভ পেশায় ব্যবসায়ী। একেবারে ছিমছাম ভাবে, পরিবারের কাছের মানুষের উপস্থিতিতেই তাঁরা বিয়েটা সারবেন বলে জানাচ্ছেন জুন। শনিবার তিনি আনন্দবাজার ডিজিটালকে বলেন, ‘‘১ ডিসেম্বর বিয়ে করছি। ছোটখাটো অনুষ্ঠান হবে।’’

সৌরভের সঙ্গে জুনের সম্পর্ক দীর্ঘদিনের। প্রথম স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ছেলে শিবেন্দ্র এবং মেয়ে শিবাঙ্গিনীকে নিজের হাতে বড় করে তোলেন জুন। দুই ছেলেমেয়েই শৈশব পেরিয়ে প্রায় যৌবনে। তাই এবার নিজের জন্য নতুন করে স্বপ্ন সাজাচ্ছেন জুন, জানাচ্ছে তাঁর ঘনিষ্ঠ মহল।

Advertisement

আরও পড়ুন- জন্মদিনে শাহরুখকে কী বলে ডাকলেন মমতা, জানেন?

আরও পড়ুন-শাহরুখ নন, ঐশ্বর্যাই আসল ‘হিরো’, বলল অর্চনার পরিবার

অভিনয় দুনিয়ায় অনেক বছর ধরেই দাপটের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে জুনকে। সাম্প্রতিক কালে ‘বাইশে শ্রাবণ’, ‘নীল নির্জনে’, ‘সোয়েটার’... জুনের ঝুলিতে রয়েছে একের পর এক হিট ছবি।

অতএব, আর মাত্র কয়েক দিন। তারপরেই বাজতে চলেছে অভিনেত্রী জুনের বিয়ের সানাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement