June Malia

‘দয়া করে শুনুন, আমার সঙ্গে কিন্তু জুনের বিয়ে হচ্ছে না!’

কিছু দিন আগে এক সংবাদমাধ্যমের তরফে ‘নকল’ সৌরভের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “প্রথম যখন জানতে পারি আমায় নিয়ে এ ভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে আমি শকড হয়ে গিয়েছিলাম। সবার কাছে জবাব দিতে দিতে আমি ক্লান্ত। যাঁরা খবরটা করেছিলেন তাঁরা একবারও যাচাই পর্যন্ত করেননি।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৯ ১৫:২৯
Share:

জুন মাল্য এবং ইনসেটে অধ্যাপক সৌরভ চট্টোপাধ্যায়।

মার্কিন মুলুকে পরিবার নিয়ে বেশ ভালই দিন গুজরান হচ্ছিল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অঙ্কের অধ্যাপক সৌরভ চট্টোপাধ্যায়ের। কিন্তু জুন মাল্যর বিয়ের খবর সামনে আসতেই বেজায় বিপাকে পড়েছেন তিনি! ভাবছেন তো, জুনের বিয়ের সঙ্গে সুদূর স্ট্যানফোর্ডের অধ্যাপক সৌরভের ফ্যাসাদে পড়ার কী সম্পর্ক?
সব রহস্য লুকিয়ে ওই ‘সৌরভ’ নামের মধ্যেই! কিছু দিন আগে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, ১ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। তাঁর হবু বরের নাম সৌরভ চট্টোপাধ্যায়। আর সেখানেই গোলমালের সূত্রপাত। সংবাদ মাধ্যমের একটি অংশ আমেরিকাবাসী সেই অধ্যাপকের ছবি দিয়ে লিখে দেয়, ওঁর সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়ছেন জুন!
এমনিতেই সবাই জুনের হবু বরের ছবি দেখার জন্য উন্মুখ হয়েই ছিলেন, তাই ‘ভুল’ সৌরভের ছবি প্রকাশ পাওয়া মাত্রই তা ভাইরাল হয়ে যায়। আর বিদেশে বসে থাকা সেই সৌরভও নিজের অজান্তেই আচমকাই চলে আসেন প্রচারের আলোয়।

Advertisement

আরও পড়ুন-এক্সক্লুসিভ: ওয়েব সিরিজে ‘ফেলুদা’কে? ফাঁস করলেন সৃজিত

জুনের হবু স্বামী সৌরভ

Advertisement


বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন...একের পর এক ফোন আসতে থাকে তাঁর কাছে। একটাই প্রশ্ন: “জুনকে বিয়ে করছ?” “দয়া করে শুনুন, আমার সঙ্গে জুনের বিয়ে হচ্ছে না।আমি আমার পরিবার নিয়ে খুব খুশি।”এই ক’দিনে একই উত্তর দিতে দিতে নাজেহাল হয়ে পড়েছেন অঙ্কের অধ্যাপক।
কিছু দিন আগে এক সংবাদমাধ্যমের তরফে ‘নকল’ সৌরভের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “প্রথম যখন জানতে পারি আমায় নিয়ে এ ভাবে ভুল তথ্য ছড়ানো হচ্ছে আমি শকড হয়ে গিয়েছিলাম। সবার কাছে জবাব দিতে দিতে আমি ক্লান্ত। যাঁরা খবরটা করেছিলেন তাঁরা একবারও যাচাই পর্যন্ত করেননি।

আনন্দবাজার ডিজিটালকে জুন বলেন, “আমেরিকাবাসী সেই অধ্যাপক হ্যাপিলি ম্যারেড।এভাবে কনফার্ম না হয়ে খবর করায় সেই ব্যক্তিরও হ্যারাসমেন্ট হয়েছে। আমরা যাঁরা বিনোদন জগতের সঙ্গে যুক্ত তাঁরা এসব রিউমারের সঙ্গে ইউজড টু হলেও সেই মানুষটা তো ইনোসেন্ট। তিনি তো কিছুই জানেন না এসবের!”

আরও পড়ুন- ‘তুমি আমায় রক্ষা করেছিলে’, দত্তক প্রসঙ্গে আবেগঘন পোস্ট সুস্মিতার দশ বছরের মেয়ে আলিশার

পাশাপাশি জুন যোগ করেন, “এ রকম তো নয় যে সারা বিশ্বে একটাই সৌরভ রয়েছেন। আমার মনে হয় সবাই আরও একটু দায়িত্ব নিয়ে কাজ করলে ভাল হয়।”
যদিও পরে ওই সংবাদমাধ্যম নিজেদের ভুল স্বীকার করে নেয়,তবে এখনও ইউটিউবে সেই ভুল তথ্য ঘুরছে। জুন যাঁকে বিয়ে করতে চলেছেন সেই সৌরভ পেশায় ব্যবসায়ী। সৌরভ তাঁর কর্মজীবন শুরু করেন স্টার স্পোর্টসের মার্কেটিং হেড হিসেবে। বর্তমানে সৌরভ ভারতীয় রাগবি বোর্ডের অন্যতম সদস্য।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement