জয় সরকার এবং লোপামুদ্রা মিত্র।
গানে অরুচি জয় সরকারের? সব ছেড়ে তিনি কি অভিনয় দুনিয়ায় পা রাখতে চলেছেন?
শিল্পীর ২টি পোস্ট দেখে এই ধন্দে পড়েছেন শিল্পীর অনুরাগীরা। কিছু দিন আগে করা প্রথম পোস্টে জয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নকল করে ছবি ভাগ করে নিয়েছিলেন নেটমাধ্যমে। যা দেখে নেটাগরিকদের দাবি ছিল, ‘থালাইভা’র ভঙ্গিতে দিব্য মানিয়েছে তাঁকে। কিছু দিন যেতে না যেতেই আরও এক ধাপ এগিয়েছেন শিল্পী। এ বার তামিল ছবি ‘বিগিল’-এর গানে ঠোঁট মিলিয়েছেন তিনি! চুল, দাড়ি-গোঁফের স্টাইল দক্ষিণী নায়কদের মতোই। চোখে যথারীতি নানা রকমের রোদচশমা। রিল ভিডিয়ো বলে দিচ্ছে, নিজেকে ঘষে মেজে ভালই তৈরি করেছেন জয়। সেই ঝলক নেটমাধ্যমে ভাগ করে নিতেই চটে লাল লোপামুদ্রা মিত্র। নেটাগরিকদের সামনেই ছদ্মকোপে স্বামী জয়কে হুমকি দিয়েছেন, ‘আমি বাপের বাড়ি চলে যাব।'
জয়ের এই রূপ বদল ভাল লেগেছে সাড়ে ৭ হাজার জন নেটাগরিকের। সেখানে মাত্র একটা ‘হুমকি’ দিয়েই ২ হাজারেরও বেশি নেটাগরিকের নজর টেনেছেন লোপামুদ্রা! সপ্তাহান্তে শিল্পী দম্পতির এই খুনসুটিতে জমে দিয়েছে নেটমাধ্যমের আসর। গায়িকার মন্তব্যের পক্ষে-বিপক্ষে মুখ খুলেছেন বহু জন। কেউ মজা করে বলেছেন, ‘আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম দিদিভাই।' কেউ সমর্থন জানিয়েছেন জয়কে, ‘দারুণ লাগছে কিন্তু জয়দাকে!' কারওর দাবি, ‘বর ক্রমশ অতিমাত্রায় সুপুরুষ হয়ে উঠলে গিন্নিরা একটু টেনশনেই থাকেন।' তবে বেশির ভাগের মতে, সামনেই জামাই ষষ্ঠী। লোপামুদ্রা রাগ করে বাবার বাড়িতে চলে গেলেও ওই বিশেষ দিন শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে ঠিক ফিরিয়ে আনবেন জয়।
রজনীকান্ত ‘লুক’-এর ছবি ভাগ করে নেওয়ার সময় জয় অনুরাগীদের জানিয়েছিলেন, সময়ের দাবি মেনে তিনিও রিল ভিডিয়োর জন্য নিজেকে তৈরি করছেন। কথা রেখে দ্বিতীয় পোস্টেই যে তিনি এ ভাবে বাজিমাত করবেন, সত্যিই ভাবতে পারেননি নেটাগরিকেরা। সে কথা মন্তব্য বিভাগে স্বীকারও করে নিয়েছেন সবাই, ‘জয়বাবু ক্রমশ হাতের বাইরে চলে যাচ্ছেন। কিছু করুন শিগগিরি!'