Entertainment News

‘হামি দেখার পর জয়দার মেসেজ আমার সেরা প্রাপ্তি’

শিবপ্রসাদ শেয়ার করলেন, ‘‘জয়দা নিজে টিকিট কেটে ছবিটা দেখতে গিয়েছিলেন। ফিরে এসে আমাকে এসএমএস করেছিলেন। উনি লিখেছিলেন, এই ছবিটা সমাজের কাছে যা বার্তা দিল, তা গুরুত্বপূর্ণ। এই ছবি দেখে মন খুব পবিত্র ও নির্মল হয়ে যায়। এই মেসেজটা আমার সেরা প্রাপ্তি। খুব ভাল লেগেছিল।’’ 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৮ ১৬:৫১
Share:

‘ভুটু ভাইজান’ গানের শুটিংয়ে শিবপ্রসাদ এবং ব্রত। ছবি: ইউটিউবের সৌজন্যে।

‘ম্যাডাম আমি প্রেগন্যান্ট।’ হাসি মুখে ক্লাসে উঠে দাঁড়িয়ে বলছে স্কুল পড়ুয়া খুদে। ম্যাডাম তো বটেই। অবাক সিনেমা হল ভর্তি দর্শকও।

Advertisement

সৌজন্যে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘হামি’। কারণ ঠিক ওই জায়গাতেই ছবির প্রথমার্ধ শেষ করেছেন পরিচালক জুটি। আর তাতেই যেন দর্শকদের আগ্রহ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছিল। আর এই দর্শকদের তালিকায় থেকে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বা কবি জয় গোস্বামীর মতো ব্যক্তিত্বরা যখন প্রশংসায় ভরিয়ে দেন, তখন আনন্দ বেড়ে যায় আরও কয়েক গুণ।

শিবপ্রসাদ শেয়ার করলেন, ‘‘জয়দা নিজে টিকিট কেটে ছবিটা দেখতে গিয়েছিলেন। ফিরে এসে আমাকে এসএমএস করেছিলেন। উনি লিখেছিলেন, এই ছবিটা সমাজের কাছে যা বার্তা দিল, তা গুরুত্বপূর্ণ। এই ছবি দেখে মন খুব পবিত্র ও নির্মল হয়ে যায়। এই মেসেজটা আমার সেরা প্রাপ্তি। খুব ভাল লেগেছিল।’’

Advertisement

‘হামি’কে দৃশ্যতই দর্শকরা আশীর্বাদ করছেন। টানা পাঁচ সপ্তাহ হাউজফুল চলছে এই ছবি। সে নবীনা হোক, সাউথ সিটি, হাইল্যান্ড পার্ক আইনক্স অথবা স্টার থিয়েটার, অবনী মল— সব জায়গাতেই এক ছবি। দিন তিনেক আগে নন্দনের সিইও মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘নন্দনে ১টা ১৫-র শো-এ ‘হামি’ চলছে। গত চার সপ্তাহ ধরে হাউজফুল চলছে। খুব ভাল ফিডব্যাক। নেক্সট উইকেও ছবিটা থাকছে।’’

আরও পড়ুন, দিতিপ্রিয়া মাধ্যমিকে কত পেল জানেন?

‘হামি’ তাঁদের কেরিয়ারে কার্যত রেকর্ড তৈরি করেছে বলেও দাবি করেছেন শিবপ্রসাদ। তাঁর কথায়, ‘‘টানা পাঁচ সপ্তাহ হাউজফুল ‘হামি’। এর আগে ‘প্রাক্তন’ ১৯দিন এবং ‘পোস্ত’ ২৪দিন ছিল। আমাদের কোনও ছবির ক্ষেত্রে এর আগে তো এমন হয়নি। আর কারও ক্ষেত্রে হয়েছে কিনা বলতে পারব না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement