John Cena

সেরে উঠুন ঐশ্বর্যা! এমনটাই কি প্রার্থনা জন সেনার?

শনিবার সেনার ইনস্টাগ্রামের পোস্ট জুড়ে শুধুই ঐশ্বর্যার মুখ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২০ ১৩:১৯
Share:

ঐশ্বর্যাকে নিয়ে কেন ইনস্টাগ্রামে পোস্ট করলেন সেনা? ছবি: সংগৃহীত।

বলিউডের প্রতি বেশ টান রয়েছে ডব্লিউ ডব্লিউ ই স্টার জন সেনার। সেনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দেখুন! বলি-পাড়ার খবরাখবরে তিনি যে বেশ আপডেটেড, তা মালুম হয় সেনার পোস্টগুলো দেখলেই। বলিউডে বড়সড় কিছু ঘটলেই তা নিয়ে পোস্টও দেন। এ বার ঐশ্বর্যা রাই বচ্চনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন সেনা।

Advertisement

শনিবার সেনার ইনস্টাগ্রামের পোস্ট জুড়ে শুধুই ঐশ্বর্যার মুখ। তাঁর অন্যান্য পোস্টের মতোই এ ছবিতেও ক্যাপশন নেই। তবে তাতে দমেননি ঐশ্বর্যা-ফ্যানেরা। ‘লাইকে’র পর ‘লাইক’ দিয়ে ভরিয়ে দিয়েছেন সেনার অ্যাকাউন্ট। এখনও পর্যন্ত সাড়ে ৪ লাখেরও বেশি ফ্যান ওই ছবিতে ‘লাইক’ করেছেন।

তা হঠাৎ ঐশ্বর্যাকে নিয়ে পোস্ট কেন? কোভিড পজিটিভ হয়ে এত দিন হোম আইসোলেশন ছিলেন ঐশ্বর্যা। তবে গত কাল তাঁকে মুম্বইয়ের নানাবতী হাসপাতাসে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত অমিতাভ এবং অভিষেকের মতোই তিনিও সেখানে চিকিৎসাধীন থাকবেন।

Advertisement

A post shared by John Cena (@johncena) on

আরও পড়ুন: পরজন্মেও এই আরতি হয়েই ফিরতে চাই

আরও পড়ুন: ওটিটি প্ল্যাটফর্মে বিনোদনের লড়াই, কোথায় কী দেখবেন

৪৬ বছরের ঐশ্বর্যা দিন কয়েক আগে করোনাভাইরাসে আক্রান্ত হলেও উপসর্গহীন। মেয়ে আরাধ্যারও কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আপাতত সে বাড়িতেই আইসোলেশনে থাকবে। ঐশ্বর্যার হাসপাতালে ভর্তির খবর ছড়াতেই ইনস্টাগ্রামে দেখা যায় সেনার ওই পোস্ট। ফলে দুইয়ে দুইয়ে চার করতে অসুবিধে হয়নি ফ্যানেদের। আর সকলের মতো সেনারও যেন প্রার্থনা, দ্রুত সেরে উঠুন ঐশ্বর্যা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement