গত বছর ‘মি টু’ আন্দোলনে বলিউডের কয়েক জন নামকরা প্রযোজক-পরিচালকের নাম উঠে আসে। তার মধ্যে অন্যতম সাজিদ খান। ‘হাউসফুল ফোর’-এর শুটিংয়ের সময়ে সাজিদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ ওঠে এবং তাঁকে ছবির পরিচালনা থেকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনার পরে সাজিদ মানসিক অবসাদের শিকার হন। এমনকি পরিবার থেকেও নিজেকে সরিয়ে নেন। তবে সম্প্রতি তিনি একটি অ্যাকশন কমেডি ছবির স্ক্রিপ্ট লিখেছেন। তাঁর উপর থেকে নিষেধাজ্ঞা উঠলেই তিনি কাজ শুরু করবেন। এই ছবির জন্য তিনি জন আব্রাহামের সঙ্গে যোগাযোগ করেন। প্রথমে অবশ্য সাজিদ তাঁর আর এক বন্ধু অক্ষয়কুমারের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু অক্ষয় জানিয়ে দেন, ‘মি টু’ কাণ্ডে নাম জড়িয়েছে, এমন কারও সঙ্গে তিনি কাজ করবেন না। যাই হোক, জন এবং সাজিদ দীর্ঘ দিনের বন্ধু। জনের চিত্রনাট্য পছন্দ হয়, এমনকি তিনি ছবিটি কো-প্রোডিউস করার কথাও বলেন। কিন্তু জন এবং সাজিদ একটি ছবি নিয়ে এগোনোর খবর ছড়ানো মাত্র মহিলা কমিশন জনকে এ ছবি থেকে সরে আসার কথা বলে। এই অবস্থায় বিতর্ক না বাড়িয়ে জনও ছবি থেকে সরে আসেন।