jnu attack

শিক্ষার্থীদের ওপর নৃশংসতায় নিন্দায় সরব ‘রাসমণি’ দিতিপ্রিয়া

‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের রানি, দিতিপ্রিয়া রায় শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে চুপ করে থাকলেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২০ ১৪:০৮
Share:

দিতিপ্রিয়া।

প্রথমে জামিয়া মিলিয়া এবং পরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের ওপর ভয়াবহ হামলার নিন্দায় গোটা দেশ। ছাত্রদের মিছিলে পুলিশের লাঠিচার্জ বিষয়েও নিন্দার স্রোত বয়ে যাচ্ছে।সারা দেশে প্রতিদিনই চলছে মিটিং, মিছিল, প্রতিবাদ। তারকারাও সেই প্রতিবাদ থেকে পিছিয়ে নেই। দিপীকা পাড়ুকোন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী শিক্ষার্থীদের পাশে গিয়েও দাঁড়িয়েছেন। টলিউড থেকে বলিউড নিজের মতো করে প্রতিবাদে সামিল হয়েছে। কেউ সোশ্যাল মিডিয়ায়, কেউ মিছিলে।

Advertisement

‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকের রানি, দিতিপ্রিয়া রায় শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়ে চুপ করে থাকলেন না।

দিতিপ্রিয়া জানালেন তাঁর প্রতিক্রিয়া, “জাস্ট একটাই কথা বলার, যা হচ্ছে খুব খারাপ। আমি নিজেও স্টুডেন্ট। এই বছরেই আমি কলেজে যাব। আমরাও ভয় পাচ্ছি। আজকে যা অন্য স্টুডেন্টদের ওপর হচ্ছে কাল সেটা আমাদের ওপরও হতে পারে। শুধু কলেজ বলে না, স্কুলেও হতে পারে। আজ কলেজের স্টুডেন্টদের মারছে, কাল আমরাও আক্রান্ত হতে পারি। আশা করছি যে এগুলো বন্ধ হবে এবং এই ভায়োলেন্সের এগেন্সটে স্টেপ নেওয়া হবে।”

Advertisement

সামনেই দিতিপ্রিয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শুটিঙের অবসরে পরীক্ষার প্রস্তুতি নিতে নিতেই তাঁর আশঙ্কার কথা জানালেন তিনি।

আরও পড়ুন-অজয়কে বিয়ে করতে চাই শুনে বাবা চার দিন কথা বলেননি: কাজল

আরও পড়ুন-‘উনি আমায় টপ খুলে ফেলতে বলেছিলেন’, প্রৌঢ় প্রযোজকের বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement