Jisshu Sengupta

Jisshu-Solanki: প্রথম ছবি যিশুদার সঙ্গে, ভয় লাগছে, আবার ভালও: শোলাঙ্কি

দুই যমজ সন্তানকে একা হাতে কী ভাবে তাদের বাবা সামলাবে, তা নিয়েই বোনা হয়েছে ছবির গল্প। পরিচালক অরিত্র মুখোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২১ ২১:১৮
Share:
Advertisement

নতুন জুটি পেতে চলেছে টলিউড। যিশু সেনগুপ্ত এবং শোলাঙ্কি রায়। উইন্ডোজ প্রোডাকশনের ‘বাবা বেবি ও…’ ছবিতে একসঙ্গে কাজ করবেন তাঁরা। দুই যমজ সন্তানকে একা হাতে কী ভাবে তাদের বাবা সামলাবে, তা নিয়েই বোনা হয়েছে ছবির গল্প। পরিচালক অরিত্র মুখোপাধ্যায়। যিশুর সঙ্গে উইন্ডোজের এটি দ্বিতীয় কাজ। ২০১৭ সালে প্রযোজনার সংস্থার সঙ্গে ‘পোস্ত’ ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। অভিনেতার বললেন, “অনেক দিন পর আবার উইন্ডোজের সঙ্গে কাজ। ওরা সব সময় নতুন বিষয় নিয়ে কাজ করে। জিনিয়া গল্প লিখেছে। অরিত্র পরিচালনা করছে। ছবিটি বেশ মজার। আশা করি সবার পছন্দ হবে।”

এই ছবি দিয়েই শোলাঙ্কির বড় পর্দায় হাতেখড়ি। তাঁর কথায়, “উইন্ডোজের তৈরি বহু ছবি আমার খুব ভাল লাগে। এর আগে টেলিভিশনে কাজ করেছি, ওয়েব সিরিজ করেছি। কিন্তু ছবিতে কাজ করিনি। প্রথম ছবি যিশুদার সঙ্গে। বেশ চাপ লাগছে। আবার ভালও লাগছে।”

Advertisement

৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement