Jhilam Gupta

ফেসবুক থেকে সোজা কর্ণ জোহরের ছবিতে সুযোগ পেলেন কলকাতার ঝিলম, কী করে হল স্বপ্নপূরণ?

সোজা বলিউড থেকে প্রস্তাব এল কলকাতার ইনফ্লুয়েন্সার ঝিলাম গুপ্তর কাছে। কর্ণ জোহর প্রযোজিত পরিচালক কলিন ডি কুনহার নতুন ছবিতে দেখা যাবে তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ ১৩:৫৫
Share:

ফেসবুক ভিডিয়ো থেকে সোজা বড় পর্দায় অভিনয়ের প্রস্তাব পেলেন ঝিলম। সংগৃহীত।

সমাজমাধ্যম যে দিন দিন শক্তিশালী হয়ে উঠছে তা বর্তমান সময়কার প্রভাবীদের (ইনফ্লুয়েন্সর) দেখলেই বোঝা যায়। এই মুহূর্তে বাংলায় যে সব সমাজমাধ্যম প্রভাবীরা রয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন ঝিলম গুপ্ত। কোনও নাচগান নয়, নিখাদ রসিকতার সঙ্গে রয়েছে বুদ্ধির মারপ্যাঁচ— এই ধরনের কনটেন্ট বানিয়ে বিখ্যাত হয়েছেন ঝিলম। ইতিমধ্যেই অভিনয়ে হাতেখড়ি হয়ে গিয়েছে ঝিলামের। পাভেলের ছবি ‘কলকাতা চলন্তিকা’-এ ছোট একটা পাঠ করেছিলেন তিনি। এ বার তাঁর ডাক এল কর্ণ জোহরের ‘ধর্ম প্রোডাকশন’-এর কাছ থেকে। কোন ছবিতে দেখা যাবে ঝিলমকে? ছবির পরিচালকই বা কে?

Advertisement

শোনা যাচ্ছে, পরিচালক কলিন ডি কুনহা নতুন ছবির কাজে হাতে নিয়েছেন। এই পরিচালকের উপরে ছিল ‘দোস্তানা ২’-এর দায়িত্ব। এ বার কলকাতায় বসেই হিন্দি ছবির ডাক পেলেন ঝিলাম। ইতিমধ্যে লুক সংক্রান্ত পরীক্ষাও সারা। তবে তার জন্য মুম্বই যেতে হয়নি ঝিলমকে, গোটাটাই কলকাতায় বসেই হয়েছে। সূত্রের খবর ইতিমধ্যেই পরিচালকের সঙ্গে দেখাসাক্ষাৎও হয়েছে ঝিলমের। আনন্দবাজার অনলাইনের তরফে এই বিষয়ে ঝিলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘কেবল লুক সেটই হয়েছে, পুরোটাই ভীষণ প্রাথমিক স্তরে রয়েছে, এখনও কোনও চুক্তিপত্র কোনও কিছুতে সইসাবুদ হয়নি। এর থেকে বিশেষ কিছু এখনই জানাতে পারছি না।’’

তবে তিনি না বললেও শোনা যাচ্ছে, জানুয়ারি মাসেই নাকি ফের কলকাতা আসবেন পরিচালক। প্রায় ২০ দিন মতো শুটিং চলবে শহরে। কর্ণ জোহরের মাধ্যমে বলিউডে ঝিলামের অভিষেক হয় কি না, তা সময় বলবে!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement