Jeetu Kamal

বিয়ের পর প্রথমবার কেমন পুজো কাটালেন জিতু-নবনীতা ?

২০১৮-র শেষে ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করতে গিয়ে জিতু-নবনীতার আলাপ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ১৮:১১
Share:

জিতু এবং নবনীতা।

টেলিভিশনের পরিচিত মুখ জিতুকামাল এবং নবনীতা দাস। এ বছরই মে মাসে বিয়ে করেছিলেন ওই তারকা দম্পতি। বিয়ের পর প্রথম পুজো, তাই আনন্দে কোনও খামতি রাখেননি জিতু-নবনীতা। শুটিং-এর মাঝেই নিজেদের জন্য সময় বার করে চুটিয়ে উপভোগ করেছেন পুজো। আর তাঁরই কিছু ঝলক শেয়ার করেছেন সোশ্যাল সাইটেও।

Advertisement

বিভিন্ন দিনে বিভিন্ন পোশাকে প্যান্ডেল হপিং-এ মেতেছিলেন তাঁরা। পুজোর ক’টা দিন দুজনেরই ছিল ট্র্যাডিশনাল লুক। দশমীতে হাতে বরণডালা নিয়ে মাকে বরণও করেছেন নবনীতা। ফ্যানেদের জানিয়েছেন বিজয়ার শুভচ্ছাও।

২০১৮-র শেষে ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করতে গিয়ে জিতু-নবনীতার আলাপ। শুটিং চলাকালীন নয়। বরং শেষ হওয়ার পরই তাঁদের আলাপ গাঢ় হয়। জিতু-নবনীতার সম্পর্কের খবর প্রথমে টেলিপাড়ার সদস্যরাও জানতেন না। পরে ধীরে ধীরে বন্ধুদের জানিয়েছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় জিতুর সঙ্গে নবনীতার ছবি দেখে অনেকে আন্দাজ করেছিলেন। পরে যদিও দুই তারকা নিজেরাই স্বীকার করে নেন।

Advertisement

দেখে নিন ওঁদের পুজোর কিছু ঝলক

#অষ্টমী

A post shared by Nabanita (@nabanita.das) on

আরও পড়ুন-ফেসবুকে স্বস্তিকাকে অশালীন প্রস্তাব, সপাটে জবাব দিলেন অভিনেত্রী

আরও পড়ুন- অঙ্কুশ-ঐন্দ্রিলার দুবাই ডায়েরি, দেখে নিন ফোটো অ্যালবাম

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement