Entertainment News

প্রথম জামাইষষ্ঠী, কিন্তু পালন করতে পারলেন না জিতু-নবনীতা!

২০১৮-র শেষে ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করতে গিয়ে জিতু-নবনীতার আলাপ। শুটিং চলাকালীন নয়। বরং শেষ হওয়ার পরই তাঁদের আলাপ গাঢ় হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুন ২০১৯ ১৮:৫০
Share:

দম্পতি। ছবি: ফেসবুক থেকে গৃহীত।

এক মাস আগেই বিয়ে করেছেন টেলি পাড়ার চেনা মুখ জিতু কমল এবং নবনীতা দাস। এই দম্পতির এ বছরই প্রথম জামাইষষ্ঠী। কিন্তু তাঁরা তা পালন করতে পারলেন না। কেন জানেন?

Advertisement

আসলে জিতু-নবনীতা এই মুহূর্তে কলকাতার বাইরে। হনিমুনে হিমাচল প্রদেশ গিয়েছেন দম্পতি। সে কারণেই জামাইষষ্ঠীর দিন সেলিব্রশন হল না বটে, তবে কলকাতায় ফেরার পর জমিয়ে হবে খাওয়া-দাওয়া।

২০১৮-র শেষে ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করতে গিয়ে জিতু-নবনীতার আলাপ। শুটিং চলাকালীন নয়। বরং শেষ হওয়ার পরই তাঁদের আলাপ গাঢ় হয়। গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’। সেখানে মা তারার ভূমিকায় অভিনয় করছেন নবনীতা। জিতুও অভিনয় করেছেন এই ধারাবাহিকে।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

জিতু-নবনীতার সম্পর্কের খবর প্রথমে টেলি পাড়ার সদস্যরাও জানতেন না। পরে ধীরে ধীরে বন্ধুদের জানিয়েছিলেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় জিতুর সঙ্গে নবনীতার ছবি দেখে অনেকে আন্দাজ করেছিলেন। পরে তাঁরা নিজেরাও স্বীকার করে নেন।

আরও পড়ুন, ঐশ্বর্যার সঙ্গে আপনার ঠাণ্ডা লড়াই রয়েছে? সুস্মিতা বললেন…

জিতু-নবনীতার বিয়েতে হাজির ছিলেন টেলি ইন্ডাস্ট্রির বহু তারকা। নতুন জার্নির জন্য শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের।

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে। )

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement