‘লাবণ্য’র লুকে জয়া। ছবি: রানা লোধ।
কেরিয়ারের প্রথম থেকেই তিনি বেছে কাজ করতে পছন্দ করেন। তাঁর ছবি মানেই দর্শকদের মধ্যে একটা অন্য রকম চাহিদা তৈরি হয়। তিনি জয়া আহসান। এ বার তিনি অনস্ক্রিন কবি জীবনানন্দ দাশের স্ত্রী, ‘লাবণ্য’।
আরও পড়ুন, বিয়ের আগে ঋদ্ধিমার থেকে কোন বিষয়ে এগিয়ে গৌরব?
সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় কলকাতায় শুরু হয়েছে ‘ঝরা পালক’ ছবির শুটিং। এই ছবিতে কবি জীবনানন্দ দাশের স্ত্রী ‘লাবণ্য’র ভূমিকায় দেখা যাবে জয়াকে। শুটিংয়ের ফাঁকে জয়া বললেন, ‘‘জটিল চরিত্র। স্বামী-স্ত্রী সম্পর্কের মধ্যে গ্রে এরিয়া ছিল। সেটাই দেখানোর চেষ্টা করছি। খুব ভাল লাগছে কাজটা।’’
আরও পড়ুন, টলিউডে অর্পিতার কামব্যাক, সৌজন্যে ‘চিত্রকর’
জীবনানন্দ দাশের বিভিন্ন বয়সের চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু ও রাহুল। জয়া শেয়ার করলেন, ‘‘অনেক কিছুর মধ্যে জড়িয়ে থেকেও ব্রাত্যদা যে ভাবে সময় দিচ্ছেন, আর ডেডিকেশন— শেখার মতো।’’
‘ঝরা পালক’-এর একটি দৃশ্যে জয়া।
কবির বিভিন্ন লেখা পড়ে রিসার্চ করে চিত্রনাট্য তৈরি করেছেন পরিচালক। জীবনানন্দের নাম উঠলেই কোথাও তাঁর সৃষ্ট চরিত্র ‘বনলতা সেন’-এর কথা উঠে আসে। কিন্তু ছবিতে তেমন কোনও চরিত্র নেই। রহস্য বজায় রেখে জয়া বললেন, ‘‘মাঝে মাঝে মনে হয় লাবণ্যই বনলতা। তবে এ কথা নিশ্চিত ভাবে বলতে পারি, জীবনানন্দের কাজে লাবণ্যর ভূমিকা অবশ্যই রয়েছে।’’