Janhvi Kapoor

জাহ্নবী কপূর কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? ‘ময়দান’ ছবির প্রিমিয়ারে দিলেন বড়সড় ইঙ্গিত

‘ময়দান’-এর প্রিমিয়ারে জাহ্নবীর গলার হারে আটকে গেল চোখ। কী এমন করলেন শ্রীদেবী-কন্যা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১২:০৩
Share:

জাহ্নবী গলার হারে রয়েছে কী? ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে ‘ময়দান’ ছবির প্রশংসায় পঞ্চমুখ সিনেমা বিশেষজ্ঞ থেকে সমালোচক, দর্শক মহল। একটা লম্বা সময়ের পর ফের কোনও সফল সিনেমা প্রযোজনা করলেন বনি কপূর। ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন মেয়ে জাহ্নবী কপূর। সেখানেই অভিনেত্রীর গলার হারে চোখ আটকে গেল অনেকের। তার পর থেকেই জোর গুঞ্জন, তবে কি এ বার বিয়ে করতে চলেছেন শ্রীদেবী-কন্যা!

Advertisement

জাহ্নবীর পরনে সাদা ব্লেজ়ার, খোলা চুল, কানে ছোট্ট দুল, গলার হারেই সবটা পরিষ্কার। ‘শিখু’ লেখা একটি হিরের হার গলায় পরেছিলেন জাহ্নবী। গত বছর ‘কফি উইথ কর্ণ’-এর শোতে এসেই মুখ ফস্কে নিজেই জানিয়েছিলেন, প্রেমিক শিখর পাহাড়িয়াকে আদর করে ‘শিখু’ নামে ডাকেন তিনি। এ দিন শিখু নামাঙ্কিত হারেই আলোকচিত্রীদের সামনে পোজ় দেন অভিনেত্রী। নেটপাড়ার গুঞ্জন, এ বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জাহ্নবী। যদিও দিন কয়েক আগে খোদ বনি কপূরই জাহ্নবী ও শিখরের সম্পর্কে সিলমোহর দিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শিখরের প্রশংসায় বলেছিলেন ‘‘ও পাশে থাকার ছেলে। দুঃসময়ে গোটা কপূর পরিবারের পাশে দাঁড়িয়েছে শিখর। কঠিন সময়ে নিজের সাধ্য মতো আমাদের পাশে থেকেছে। তা সে জাহ্নবীর হোক বা আমার, কিংবা অর্জুনের। আমাদের সকলকে সঙ্গ দিয়েছে। আমরা ভাগ্যবান, ওকে আমাদের জীবনে পেয়েছি।’’ তার পরই জাহ্নবীর গলায় ‘‌শিখু’ লেখা হার সম্পর্কের পরিণতির ইঙ্গিত দিচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement