হাওড়া স্টেশনে ঈশান ও জাহ্নবী। ছবি: সুদীপ্ত চন্দ
শহরে পালিয়ে এসেছে ধনী মা-বাবার মেয়ে। শিক্ষিত এবং যার ভবিষ্যৎ উজ্জ্বল। তা হলে এ ভাবে পালিয়ে বেড়ানোর কারণ, অবশ্যই প্রেম। সেই মেয়ে প্রেমে পড়েছে এক ছেলের, যার সামাজিক অবস্থান নিচুর দিকে। ফলে কোনও ভাবেই তাদের এই প্রেম মেনে নিতে চায় না মেয়েটির পরিবার। অগত্যা পরিবার ছে়ড়ে ছেলেটির হাত ধরে মেয়ের পালিয়ে বেড়ানো... এই ছিল মরাঠি ছবি ‘সাইরাত’-এর গল্প। ‘সাইরাত’-এর রিমেকের স্বত্ব কিনেছেন কর্ণ জোহর। বানাচ্ছেন ‘ধড়ক’। শশাঙ্ক খৈতানের পরিচালনায় ছবির শুটিং চলছে কলকাতার অলিগলিতে।
হাওড়া স্টেশন ও হাওড়া ব্রিজে শুট করলেন ঈশান ও জাহ্নবী। প্রসঙ্গত, মা শ্রীদেবীর মৃত্যুর পর এই প্রথম কলকাতায় এলেন জাহ্নবী। ডি-গ্ল্যাম লুকে জাহ্নবীর চেহারায় ম্রিয়মান ভাব স্পষ্ট। ছবির চরিত্রের জন্যই হয়তো বা!