‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের কলাকুশলী। ছবি: সংগৃহীত।
২০২২ সালের শেষ থেকে ২০২৩ সালের প্রথম দিকেও এক নম্বরে ছিল ‘জগদ্ধাত্রী’ সিরিয়াল। কিন্তু নতুন বছরের কয়েক মাস যেতে না যেতেই নিজেদের জায়গা হারিয়ে ফেলেছে জ্যাস এবং স্বয়ম্ভূ। প্রথমে থাকার জন্য স্টুডিয়োয় এক দিন জমিয়ে খাওয়াদাওয়াও হয়েছিল। সবাইকে বিরিয়ানি খাইয়ে ছিলেন ‘স্বয়ম্ভূ’-র বাবা রাজনাথ মুখোপাধ্যায়। যে চরিত্রে অভিনয় করছেন সুপ্রিয় দত্ত। কিন্তু নিজেদের জায়গা হারানোর পর কি কিছুটা ফিকে হয়ে গিয়েছে সেটের আমেজ? জুন মাসের তৃতীয় সপ্তাহেও সেই তৃতীয় স্থানেই রয়েছে তারা। এই পরিস্থিতিতে সিরিয়ালের সেটে ঠিক কী অবস্থা? খোঁজ নিতে আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় সৌম্যদীপ মুখোপাধ্যায়ের সঙ্গে। এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচয় স্বয়ম্ভূ নামেই।
সৌম্যদীপের কথায়, “সত্যি বলতে আমাদের কাজ অভিনয় করা। টিআরপির নম্বর খুব বেশি প্রভাব ফেলে না। তবে এটা ঠিক, আমরা সব সময় চেষ্টা করি ভাল কাজ করার। আমাদের কোথাও ভুল থাকলে তা অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করি। আর আমরা সবাই খুব মিলেমিশে কাজ করি। তাই কখনও টিআরপির ওঠাপড়া আমাদের উপর প্রভাব ফেলতে পারে না। মাঝেমাঝেই খাবার আনিয়ে খাওয়াদাওয়া করি। মনখারাপ থাকলেও তাই মন ভাল হয়ে যায়।”
এই সিরিয়ালের মাধ্যমেই আলোচনায় আসেন স্বয়ম্ভূ ওরফে সৌম্যদীপ। তবে এই ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি ২০১৭ সাল থেকে। মাঝে করোনা পরিস্থিতির জন্য সব বন্ধ হয়ে যায়। ২০২১ সাল পর্যন্ত বিভিন্ন জায়গায় অডিশন দিয়ে গিয়েছেন। অবশেষে তাঁকে সুযোগ দেন পরিচালক স্নেহাশিস চক্রবর্তী। ‘ত্রিশূল’ সিরিয়ালের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে আসেন। ইন্ডাস্ট্রিতে তাই স্নেহাশিসকেই নিজের অভিভাবক বলে মনে করেন সৌম্যদীপ। আগামী দিনে আরও ভাল অভিনয় করার স্বপ্ন দেখেন তিনি।