Jacqueline Farnandez

জ্যাকলিনের জিমন্যাস্টিকস! আত্মবিশ্বাসের নতুন ছবি তৈরি করলেন অভিনেত্রী

সাদা রঙের বডি হাগিং পোশাকে তাঁর শরীরী ভঙ্গিমা স্পষ্ট। জ্যাকলিনের খোলা চুল তারই সঙ্গে সঙ্গত দিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২১ ১৫:৫২
Share:

জ্যাকলিন ফার্নান্ডেজ

চারটি ছবি। তাতে চার রকমের অভিব্যক্তি। কিন্তু সব ক’টি অভিব্যক্তি একটা কথাই বলে। আত্মবিশ্বাসের কথা। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ এ ভাবেই শরীরী ভাষায় প্রকাশ করলেন তাঁর ভাব।

Advertisement

তিনটি আলাদা আলাদা পোস্টে মোট চারটি ছবি তিনি পোস্ট করলেন সমাজমাধ্যমে। ভাইরাল হয়ে গিয়েছে তাঁর নতুন চারটি ‘আত্মবিশ্বাসী’ ছবি।

সাদা রঙের বডি হাগিং পোশাকে তাঁর শরীরী ভঙ্গিমা স্পষ্ট। জ্যাকলিনের খোলা চুল তারই সঙ্গে সঙ্গত করেছে। পায়ে রয়েছে সোনালি চাপা জুতো। তাতে পায়ের আকার আরও সূক্ষ্মভাবে নজরে এসেছে।

Advertisement

A post shared by Jacqueline Fernandez (@jacquelinef143)

আরও পড়ুন: ইনস্টাগ্রামে রোশনের নামে প্রোফাইল, চলেছে লাগাতার অশ্লীল মেসেজ

একটি ছবির তলায় তিনি লিখেছেন, ‘আমরা একই সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠি’। পরেরটায় লেখা, ‘কখনও এ কথা ভুলো না, তুমি আসলে কে’। শেষের পোস্টের ক্যাপশন, ‘এখনই সেই সময়, কুইনস’। অভিনেত্রীর পোস্ট দেখে বোঝা গেল, নতুন কোনও ইনস্টাগ্রাম পেজ তৈরি হয়েছে। নাম ‘শি রকস ডট লাইফ’। সেই পেজের জন্যই তাঁর এই ফোটোশ্যুট।

A post shared by Jacqueline Fernandez (@jacquelinef143)

একের পর এক ছবি লাইন দিয়ে রয়েছে তাঁর ঝুলিতে। করোনা সংক্রমণের কারণে ফিল্মোগ্রাফির তালিকায় কোনও খামতি পড়েনি তাঁর—‘অ্যাটাক’, ‘ভূত পুলিশ’, ‘বচ্চন পান্ডে’ ও ‘সার্কাস’। ‘ভূত পুলিশ’-এর শ্যুট প্রায় শে‌ষ হতে চলল। বাকি ছবিগুলিও ফ্লোরে নেমেছে।

আরও পড়ুন: মেয়েদের ক্রিকেট দল বানালেন অমিতাভ! ক্যাপ্টেন কে? জেনে নিন

A post shared by Jacqueline Fernandez (@jacquelinef143)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement