Jacqueline Fernandez

Jacqueline Fernandez: জেলবন্দি প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে প্রেম? ‘গুজব’ ওড়ালেন জ্যাকলিন

ওষুধ সংস্থার প্রাক্তন মালিকের পরিবারকে ২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে সুকেশ এবং তাঁর স্ত্রী লীনা পালের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২১ ১৯:০০
Share:

সুকেশের সঙ্গে তাঁর সম্পর্কের গুজব নিয়ে মুখ খুললেন জ্যাকলিন ফার্নান্ডেজ।

জেলবন্দি প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে প্রেম করতেন জ্যাকলিন ফার্নান্ডেজ। সম্প্রতি এমনই দাবি করেছেন সুকেশের আইনজীবী। সেই মন্তব্যকে ‘গুজব’ বলে ওড়ালেন ‘রেস ৩’-এর অভিনেত্রী।

এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিংহ এবং মালবেন্দ্র সিংহের পরিবারকে ২০০ কোটি টাকার প্রতারণার ওই মামলায় অভিযুক্ত সুকেশ এবং তাঁর স্ত্রী লীনা পাল। তাঁদের গ্রেফতার করে দিল্লির রোহিণী জেলে রাখা হয়েছে। কেন্দ্রীয় গোয়েন্দা দফতর সূত্রে খবর, এই দুই অভিযুক্তের সঙ্গে সরাসরি যোগ রয়েছে জ্যাকলিন এবং নোরার। সেই তথ্যের ভিত্তিতে দুই তারকার বয়ান রেকর্ড করা হয়েছিল।

Advertisement

রবিবার জ্যাকলিনের মুখপাত্র জানান, লীনা এবং সুকেশের সঙ্গে অভিনেত্রীর কোনও সম্পর্ক নেই। সুকেশের সঙ্গে প্রেমের দাবিকেও ‘গুজব’ বলে উড়িয়ে দেন তিনি। জ্যাকলিনের মুখপাত্রের বিবৃতিতে লেখা— ‘জ্যাকলিনকে শুধু মাত্র এই মামলার সাক্ষী হিসেবে তলব করে ইডি। তিনি নিজের বয়ান রেকর্ড করেছেন। পরবর্তীতে ডাকলে তিনি একই ভাবে তদন্তকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করবেন।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement