Jacqueline Fernandez

দুই নারী

ছবিতে গোস্টবাস্টার্স হিসেবে দেখা যাবে সেফ এবং অর্জুনকে। তবে কোন নায়িকা কার বিপরীতে রয়েছেন, তা এখনই ভাঙতে চাইছেন না নির্মাতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২০ ০০:৪০
Share:

ইয়ামি ও জ্যাকলিন।

অর্জুন কপূরের পরে এ বার ‘ভূত পুলিশ’-এর টিমে যোগ দিলেন দুই নায়িকা— জ্যাকলিন ফার্নান্ডেজ় এবং ইয়ামি গৌতম। পবন কৃপালনী পরিচালিত এই কমেডি-অ্যাডভেঞ্চার ছবির অন্যতম মুখ্য চরিত্রে রয়েছেন সেফ আলি খান।

Advertisement

ছবিতে গোস্টবাস্টার্স হিসেবে দেখা যাবে সেফ এবং অর্জুনকে। তবে কোন নায়িকা কার বিপরীতে রয়েছেন, তা এখনই ভাঙতে চাইছেন না নির্মাতারা।

আপাতত ডালহৌসি, ধর্মশালা এবং পালমপুরে ছবির রেকির কাজ চলছে, আউটডোরের আশি শতাংশ এই তিনটি জায়গাতেই শুট করা হবে। বাকি কাজ হবে মুম্বইয়ের স্টুডিয়োয়। কোভিডের কারণে ‘ভূত পুলিশ’-এর সেটের যাবতীয় নিরাপত্তাবিধি সুনিশ্চিত করতে একটি স্পেশ্যাল টিমের সাহায্যও নেওয়া হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement