Ishan Khattar

Jee Le Zara: ক্যাটরিনা, আলিয়া, প্রিয়ঙ্কার টিমে নতুন সদস্য ঈশান খট্টর!

২০২৩-সালে শ্যুটিং শুরু হবে ‘জি লে জারা’র। আলিয়া, প্রিয়ঙ্কা, ক্যাটরিনার সঙ্গে যোগ দিলেন ঈশান?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২২ ২২:৫২
Share:

ঈশান খট্টর

লম্বা সফর, সঙ্গে তিন ছোটবেলার বন্ধু আর নানা রকমের ঘটনা৷ হ্যাঁ, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র কথাই হচ্ছে৷ ইমরান, অর্জুন, কবির-এর পর আরও তিন বন্ধুর গল্প বলতে আসছেন ফারহান আখতার।

Advertisement

সে ছবির ঘোষণাও হয়ে গিয়েছে অনেক দিন হল। ক্যাটরিনা কাইফ, প্রিয়ঙ্কা চোপড়া আর আলিয়া ভট্ট-কে যে ছবিতে দেখবেন দর্শক। যদিও শ্যুটিং শুরু হতে ঢের দেরি। তার মধ্যেই এল আরও এক খবর।

ফারহানের এই নতুন ছবি ‘জি লে জারা’-তে শুধু তিন নায়িকা নয়, দেখা যাবে ঈশান খট্টরকেও। ২০২৩ - এর আগে শুরু হবে না এই ছবির শ্যুটিং৷ চলতি বছরে চারিদিক শুধুই আলিয়াময়। তা সে পেশার কারণে হোক, কিংবা ব্যক্তিগত জীবনের জন্য। এই নতুন ছবিতে কার সঙ্গে জুটিতে দেখা যাবে ঈশানকে? উত্তর দেবে সময়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement