Ishaa saha

Ishaa Saha: টিকার জন্য নাম নথিভুক্ত করতে পারলে কেমন হবে প্রতিক্রিয়া? ভিডিয়োয় জানালেন ইশা

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করলেন তিনি। কয়েক সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি বারান্দায় দাঁড়িয়ে ঈশ্বরকে স্মরণ করে প্রণাম করছেন অভিনেত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মে ২০২১ ১৯:১৯
Share:

ইশা সাহা।

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশে। এই ভাইরাসের বিরুদ্ধে লড়তে টিকাকরণকেই একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছেন বেশির ভাগ মানুষ। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই টিকা নেওয়ার দিন এবং সময় সংরক্ষণ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে অনেককেই। একটি মিম ভিডিয়োর মাধ্যমে সেই অবস্থাকেই কিছুটা হালকা চালে তুলে ধরলেন অভিনেত্রী ইশা সাহা।

Advertisement

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করলেন তিনি। কয়েক সেকেন্ডের সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি বারান্দায় দাঁড়িয়ে ঈশ্বরকে স্মরণ করে প্রণাম করছেন অভিনেত্রী। তার নীচে লেখা, ‘টিকার জন্য সফল ভাবে জায়গা সংরক্ষণ করার পরের প্রতিক্রিয়া’। এই ভিডিয়োর সঙ্গেই ইশা অনুরাগীদের যত তাড়াতাড়ি সম্ভব টিকা নেওয়ার বার্তা দিলেন।

ইশার এই ভিডিয়ো দেখে আপ্লুত তাঁর অনুরাগীরাও। মন্তব্য বাক্সে অনেকেই টিকা পাওয়া নিয়ে অভিনেত্রীর সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন। মাত্র ৪৫ মিনিটেই ইশার এই মজার ভিডিয়ো দেখলেন প্রায় ১০ হাজার নেটাগরিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement