Isha Talwar

শুটিংয়ের সেট না বিয়েবাড়ি! রোহিত শেট্টির পুলিশ-বিশ্বে ঢুকে পড়ে কী অনুভূতি ঈশার?

পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ ঈশা। জানালেন, রোহিত কম কথার মানুষ, কিন্তু তাঁর কাজের মধ্যে অনবদ্য শৃঙ্খলা আছে। সেটই যেন এখন বিয়েবাড়ি!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুন ২০২৩ ২০:৩৪
Share:

অভিনেত্রী ঈশা তলওয়ার। ছবি: সংগৃহীত

রোহিত শেট্টির প্রথম ওয়েব সিরিজ় ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’-এ দেখা যাবে অভিনেত্রী ঈশা তলওয়ারকে। এই কাজের সঙ্গে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস গোপন রাখেননি অভিনেত্রী। জানালেন, এমন প্রকল্পের অংশ হতে পারবেন, কল্পনাই করেননি।

Advertisement

অ্যাকশনধর্মী এই ওয়েব সিরিজ়ের মুখ্য চরিত্রে থাকছেন সিদ্ধার্থ মলহোত্র এবং শিল্পা শেট্টি।

ঈশা বলেছেন, ‘‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স আমার কাছে একটা বিশেষ উন্মাদনার ব্যাপার। রোহিত শেট্টির এই প্রকল্পের অংশ হতে পারব, ভাবিইনি। সকলেই তো এটা নিয়ে কথাবার্তা বলছে, এর অংশ হতে চাইছে। খুবই রোমাঞ্চকর ব্যাপার।’’ পরিচালকের প্রশংসায় পঞ্চমুখ ঈশা। জানালেন, রোহিত কম কথার মানুষ, কিন্তু তাঁর কাজের মধ্যে অনবদ্য শৃঙ্খলা আছে।

Advertisement

ঈশার কথায়, “সেটে তিনি একাই একশো! প্রায় রোজ একটা বিয়েবাড়ির মতো হয়। নানা বিভাগের প্রায় ২৫০ জন লোককে সামলাতে হয়।”

পর্দায় পুলিশ-বিশ্বের অন্তর্ভুক্ত হতে পেরে দারুণ খুশি ঈশা। তবে জানালেন, তাঁর চরিত্রে কিছু চমক আছে। হিন্দি ছবিতে এই অবতারে প্রথম বার দেখা যাবে তাঁকে।

আগামী দিনে ‘মির্জ়াপুর ৩’-এ মাধুরী যাদবের চরিত্রে অভিনয় করবেন ঈশা। অভিনেত্রীকে শেষ বার দেখা গিয়েছে ‘সাস বহু অউর ফ্লেমিংগো’-তে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement