Isabelle Kaif

Bollywood: রোদে ভেজা ইসাবেল কইফকে দেখে মুগ্ধ অর্জুন কপূর, অন্তর্বাসে ক্যাটরিনার বোন

সদ্য বলিউডে পা রেখেছেন ইসাবেল কইফ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ জুন ২০২১ ১৯:০৯
Share:

ক্যাটরিনা কইফের ছোট বোন ইসাবেল কইফ

সদ্য বলিউডে পা রেখেছেন ইসাবেল কইফ। একটি ছবি করোনার কারণে প্রেক্ষাগৃহে মুক্তি না পেয়ে নেটফ্লিক্সে দেখা গিয়েছে। আর একটি ছবির কাজ চলছে। বড় পর্দায় পা রাখার আগে থেকেই জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কইফের ছোট বোন। ইনস্টাগ্রামে তাঁর ছবির সম্ভার দেখে মুগ্ধ নেটাগরিকরা।

Advertisement

সম্প্রতি অন্তর্বাস পরে নিজের একটি ছবি দিয়েছেন ইসাবেল। রোদে ভেজা তাঁর শরীর, চুল এলোমেলো। সাদা রঙের অন্তর্বাস তাঁর গায়ে। ছবির নীচে লেখা, ‘রোদে ভরা দিন’। মন্তব্যে মন্তব্যে ছেয়ে গিয়েছে সেই ছবি। ছবিতে ভালবাসা জানিয়ে মুগ্ধতা প্রকাশ করলেন বলিউড অভিনেতা অর্জুন কপূরও।

বছরের শুরুতে তিনি ইসাবেলার প্রথম ছবি মুক্তি পেয়েছে, ‘টাইম টু ডান্স’। তাঁর বিপরীতে দেখা গিয়েছে সুরজ পাঞ্চোলিকে। পরের ছবি ‘সুস্বাগতম খুশামদিদ’–তে পুলকিত সম্রাটের সঙ্গে অভিনয় করেছেন ক্যাটরিনার বোন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement