Roshan Singh

‘মেয়েরাই পুরুষের জীবনে দ্বিতীয় সঙ্গিনী আসার সুযোগ করে দেয়’, কেন বললেন রোশন?

সত্যিই নতুন সঙ্গিনী এসেছে রোশনের জীবনে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ১৫:১৭
Share:

রোশন সিংহ।

যত দোষ সব মেয়েদের। নিজের ইনস্টাগ্রামে সে কথাই যেন বলতে চাইলেন রোশন। জীবনে বসন্ত আনতে গিয়ে অতীতকেও ছাড়ছেন না তিনি।

বসন্ত নাকি সত্যিই এসে গিয়েছে রোশন সিংহের জীবনে! অনেক দিন পরে নেট মাধ্যমে হাসিমুখে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ‘প্রাক্তন’। আইনি বিচ্ছেদ না হলেও দু’জনের ঠিকানা আলাদা হয়ে গেছে, এ কথা আগেই আনন্দবাজার ডিজিটালকে জানিয়েছেন তারকা দম্পতি। নিজেদের সামাজিক পাতায় বহু কটাক্ষ, মন্তব্য চালাচালি করেছেন একে অন্যকে নিয়ে। নতুন সঙ্গী জীবনে আসছে, এমন ইঙ্গিত কেউই দেননি।

এ বার সেই ইঙ্গিতও দেখা গেল রোশনের ইনস্টাগ্রামে। ছবিতে বহু দিন পরে ক্যাজুয়াল ড্রেসে রোম্যান্টিক মুডে তিনি। নিজের গাড়িতে বসে। মুখে ঝিলমিলে হাসি। ক্যাপশনে লুকিয়ে যাবতীয় রোম্যান্টিসিজম আর ঝলমলানির আসল কারণ, ‘মেয়েরাই পুরুষের জীবনে দ্বিতীয় সঙ্গিনী আসার সুযোগ করে দেয়।’ সত্যিই নতুন সঙ্গিনী এসেছে রোশনের জীবনে?

জানার উপায় নেই। তবে এর আগে বহু ইঙ্গিতপূর্ণ পোস্ট তিনি করেছেন। কখনও কটাক্ষ করেছেন বিয়ে ভাঙা নিয়ে। কখনও স্ত্রী-র নতুন জিম নিয়ে। বিতর্ক তৈরি করেছেন, সম্পর্ক নষ্ট করার পরেও শ্রাবন্তীর সিঁদুর পরা নিয়ে। আবার আচমকা একা হওয়ার দুঃখও প্রকাশ পেয়েছে ক্যাপশনের ভাষাতে।

Advertisement

ক্যাপশন দিয়েই যদি জীবনের সমস্ত অবস্থা সহজে বর্ণনা করা যায় তা হলে নতুন জীবনের কথাও নয় কেন? সেই পথেই সম্ভবত হেঁটেছেন রোশন। তাঁর মতো সুপুরুষ কি শুধুই বিরহে বসন্ত কাটাতে পারেন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement