Ariyann In Road Accident Rumour

গাড়ি দুর্ঘটনায় অভিনেতা আরিয়ান কি আদৌ জখম হয়ে হাসপাতালে? খোঁজ নিল আনন্দবাজার ডট কম

খবর, রবিবার সকালে ঠাকুরপুকুর বাজারের কাছে এক গাড়ি দুর্ঘটনায় আহত একাধিক পথচারী। ওই গাড়িতে নাকি ছিলেন অভিনেতা আরিয়ানও!

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ১৩:১৭
Share:
কেমন আছেন আরিয়ান ভৌমিক?

কেমন আছেন আরিয়ান ভৌমিক? ছবি: ফেসবুক।

রবিবার সকাল থেকে সরগরম টেলিপাড়া। সকাল সাড়ে ৯টা নাগাদ ঠাকুরপুকুর বাজারের কাছে ডি. এইচ. রোডে একটি গাড়ি ( WB02AT7737) বেশ কয়েক জন পথচারীকে ধাক্কা দেয়। গুঞ্জন, ওই গাড়িটি নাকি চালাচ্ছিলেন পরিচালক ভিক্টো। গাড়িতে ছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক, ঋতুপর্ণা সেন (ঋ), সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু, ইউটিউবার স্যান্ডি সাহা। দুর্ঘটনার আগে নাকি গাড়ি থেকে নেমে যান আরিয়ান, স্যান্ডি। তার পরেই টেলিপাড়ায় খবর ছড়ায়, আরিয়ান গুরুতর আহত। তিনি হাসপাতালে ভর্তি।

Advertisement

অভিনেতার সঙ্গে যোগাযোগ করলে তিনি আকাশ থেকে পড়েন। পাল্টা প্রশ্ন রাখেন, “আমি যদি হাসপাতালে তা হলে সান বাংলার নতুন ধারাবাহিক ‘ভিডিয়ো বৌমা’য় আমার ভূমিকায় শুটিং করছেন কে?” তাঁর দাবি, তিনি দুর্ঘটনার সঙ্গে কোনও ভাবে জড়িত নন। এমনকি হাসপাতালেও ভর্তি নন। তিনি শুটিং করছেন। এ দিন সকালে তিনি এবং স্যান্ডি অন্য গাড়িতে ছিলেন। তাঁরা কিছুই জানেন না। পরে তাঁদের কাছে খবর আসে।

এ দিকে টেলিপাড়ার অন্দর সূত্রে জানা গিয়েছে, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, কার্যকরী প্রযোজক এবং ইউটিউবার রবিবার রাতে দক্ষিণ কলকাতার একটি অভিজাত পানশালায় গিয়েছিলেন। প্রচুর মদ্যপানও করেন। তার জেরেই নাকি ভোরের এই দুর্ঘটনা। ইতিমধ্যেই পুলিশ আটক করেছে আরিয়ান, স্যান্ডি ছাড়া বাকিদের। জানা গিয়েছে, থানায় বসে রয়েছেন কার্যকরী প্রযোজক শ্রিয়ার মা। পরিচালক ভিক্টো এবং অভিনেত্রী ঋ-কে ফোন করেও পাওয়া যায়নি, তাঁদের ফোন বন্ধ। সূত্রের খবর, বাকিরা ছাড়া পেয়ে গেলেও পুলিশি হেফাজতে পরিচালক ভিক্টো। তাঁকে সোমবার আদালতে পেশ করা হবে।

Advertisement

প্রকৃত ঘটনা কী?

কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ-পশ্চিম রাহুল দে বলেছেন, “এ দিন সকাল সাড়ে ৯টায় ঠাকুরপুকুর বাজারের কাছে একটি দুর্ঘটনা ঘটেছে। যার জেরে মোট ছ’জন পথচারী গুরুতর জখম। চার জনকে ভর্তি করানো হয়েছে স্থানীয় বেসরকারি হাসপাতালে। বাকি দু’জনকে স্থানান্তর করা হয়েছে ডায়মন্ড হারবার রোডের অন্য একটি বেসরকারি হাসপাতালে। পুলিশ চালক-সহ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে আটক করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement