Social Harrasment With Zinia Sen

নারীর অর্ধনগ্ন ছবিপ্রকাশ ধর্ষকামের পরিচয়, দেব ফ্যান ক্লাবের বিরুদ্ধে বয়ান রেকর্ড জ়িনিয়ার

“রাজ্যে গত জুলাইয়ে ঘটে যাওয়া একটি ধর্ষণের কিনারা এখনও হয়নি। তার পরেই আমার বিকৃত, অর্ধনগ্ন ছবি প্রকাশ্যে। ছেড়ে দেওয়ার প্রশ্নই নেই”, দাবি জ়িনিয়ার।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৮:২০
Share:

বিকৃত মানসিকতার প্রতিবাদে জ়িনিয়া সেন। ছবি: ফেসবুক।

চলতি বছরের গোড়ায় অভিনেতা-সাংসদ দেবের এক ফ্যান ক্লাব নিন্দনীয় আক্রমণ করে শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী জ়িনিয়া সেনকে। অভিযোগ, ওই ক্লাবের সদস্যেরা পরিচালককে সমাজমাধ্যমে খোলাখুলি হুমকি দেন। হুঁশিয়ার করে বলেন, আগামী দিনে যেন দেবের সঙ্গে একই মাসে বা একই দিনে শিবপ্রসাদ তাঁর ছবিমুক্তি না ঘটান। শুধুই প্রযোজক-পরিচালককে তাঁরা হুমকি দিয়ে ক্ষান্ত থাকেননি। পরিচালকের স্ত্রী জ়িনিয়ার অর্ধনগ্ন ছবি তাঁরা একই ভাবে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন। নেপথ্য কারণ, ২০২৫-এর পুজোয় মুক্তি পাবে দু’টি ছবি ‘রক্তবীজ ২’ আর ‘রঘু ডাকাত’। গত পুজোয় একই সঙ্গে মুক্তি পেয়েছিল ‘বহুরূপী’ ও ‘টেক্কা’।

Advertisement

বক্স অফিসের নিরিখে দ্বিতীয় ছবিটি প্রথম ছবিকে ব্যবসাকে ছাপিয়ে গিয়েছিল। প্রতিবাদ জানিয়ে স্থানীয় থানায় এর পরেই লিখিত অভিযোগ দায়ের করেন জ়িনিয়া। শনিবার আলিপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করা অভিযোগের ভিত্তিতে বয়ান রেকর্ড করলেন তিনি। অনুরাগীদের এই ধরনের নিন্দনীয় আচরণ মেনে নেননি দেব-ও। তিনি সমাজমাধ্যমে সরাসরি নিন্দা করেন। সকলে আশা করেছিলেন, বিষয়টি এখানেই মিটে গেল। কিন্তু সেটা হল কই! খবর জেনে আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল তাঁর সঙ্গে।

কেন দ্বন্দ্ব জিইয়ে রাখলেন, প্রশ্ন ছিল কাহিনি-চিত্রনাট্যকারের কাছে। জ়িনিয়ার বক্তব্য, “গত জুলাইয়ে রাজ্যে ঘটে যাওয়া ধর্ষণের কিনারা এখনও হয়নি। তার মধ্যেই আমার বিকৃত, অর্ধনগ্ন ছবি ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। আমার মতে, এই পদক্ষেপ ধর্ষকামের পরিচায়ক। এই লড়াই বিকৃত মানসিকতার বিরুদ্ধে।” জ়িনিয়ার লক্ষ্য এই মানসিকতার সঙ্গে আপস না করা। সেই জন্যই তিনি ম্যাজিস্ট্রেট আদালতে বিবৃতি নথিভুক্ত করলেন। তাঁর মতে, হুমকি আর কটাক্ষের মধ্যে সামান্য ফারাক। তিনি কটাক্ষের ঘোর বিরোধী। কারণ, যাঁদের সঙ্গে এই নিন্দনীয় ঘটনা ঘটে একমাত্র তাঁরাই জানেন, তাঁদের মনের উপরে কতটা চাপ পড়ে। পাশাপাশি, দিবালোকে কাউকে হুমকি দেওয়াও সমান নিন্দনীয়। তিনি এই ধরনের আচরণও মানবেন না।

Advertisement

জ়িনিয়ার আরও দাবি, উইন্ডো়জ় প্রযোজনা সংস্থার হয়ে তিনি কাহিনি-চিত্রনাট্য লেখেন। তাঁকে সমর্থন জানিয়েছে সংস্থা। সংস্থার দুই কর্ণধার নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মতে, তাঁরা জ্ঞাত এবং অজ্ঞাতসারে নারী-পুরুষ নির্বিশেষে কখনও কোন মানুষের ভাবাবেগে আঘাত করেননি। তাই এ ধরনের অশ্লীলতা তাই তাঁরা সমর্থন করবেন না। একই ভাবে কে বা কারা এই অসভ্যতা তাঁর সঙ্গে করেছে সেটা জানার অধিকারও তাঁর রয়েছে। তিনি এর শেষ দেখে ছাড়বেন। মামলা যেমন চলছে তেমনই চলবে।

নন্দিতা-শিবপ্রসাদের সঙ্গে দেবের কোনও বিরোধ নেই। কাহিনি-চিত্রনাট্যকারের এই পদক্ষেপ কি সেই সখ্যে ছায়া ফেলবে?

জ়িনিয়ার মত, “আদৌ এঁরা দেবের সত্যিকারের অনুরাগী কি না তাই-ই জানি না। আমি অন্যায়ের প্রতিবাদ করছি মাত্র।” তাঁর মতে, দেব থাকলে তিনিও হয়তো একই পদক্ষেপ করতেন। ফলে, সম্পর্ক নষ্ট হওয়ার কোনও সম্ভাবনা নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement