salman khan

Bollywood: ৫১-তেও ‘রাধে’ ছবিতে ‘যুবক’ সলমন! এর রহস্য কি ‘নকল সলমন’ পারভেজ কাজি?

সরাসরি না বললেও সলমন স্বীকার করেছেন, ‘পারভেজের জন্যই আমি এখনও নিজের জায়গায় আছি’!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ মে ২০২১ ১৮:২৩
Share:

পারভেজ কাজি ও সলমন খান

বলিউড তোলপাড়, ‘নকল’ সলমন খানের সৌজন্যেই নাকি ৫১-তেও তরতাজা যুবক ‘আসল’ সলমন খান! ‘রাধে’র প্রচারে খোদ সলমনও বলেছিলেন, ‘‘নায়িকা দিশা পাটানির পাশে আমায় একটুও বুড়ো দেখাবে না!’’ কী করে সম্ভব হল সেটা? সম্প্রতি সেই রহস্য সামনে এনেছে সদ্য মুক্তি পাওয়া ছবির নেপথ্য কাহিনি। নেটমাধ্যমে পোস্ট করা ঝলক বলছে, পুরোটাই নাকি সম্ভব হয়েছে ‘নকল’ সলমন খান ওরফে পারভেজ কাজির সৌজন্যে! যিনি দীর্ঘদিন ধরে ‘বডি ডাবল’ হিসেবে কাজ করছেন ভাইজানের সঙ্গে। সরাসরি না বললেও ঘুরিয়ে সলমন স্বীকার করেছেন সে কথা, ‘পারভেজের জন্যই আমি এখনও নিজের জায়গায় আছি’!

খবর, শুধু ‘রাধে’ নয় পারভেজ আরও অনেক ছবিতেই ‘আসল’ সলমন খান হয়ে দেখা দিয়েছেন। তালিকায় রয়েছে ‘প্রেম রতম ধন পায়ো’, ‘ভারত’, ‘দবং ৩’, ‘রেস ৩’-এর মতো ছবি। নেপথ্য কাহিনি বলছে, সাজসজ্জার পর পারভেজ আর সলমনকে দেখে নাকি বোঝার উপায় থাকে না, কে ‘আসল’ আর কে ‘নকল’! ২ জনের রসায়ন যে ভাল মতোই সফল, প্রমাণ উপরোক্ত ছবিগুলো। একই পথে হাঁটছে নতুন ছবিও। ওটিটি-তে মুক্তির মাত্র কয়েক দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পা রেখেছে প্রভুদেবার ‘রাধে’।

Advertisement


পারভেজের সামাজিক পাতায় উঁকি দিলেই দেখা যাবে তাঁর আর ভাইজানের ছবি। সলমনকে আক্ষরিক অর্থেই চোখে হারান তিনি। সব পোস্টেই ভাইজানের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর কাছে ঈশ্বরের জীবন্ত প্রতিনিধি সলমন খান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement