সিক্যুয়েলে মন দিয়েছেন পরিচালক, নায়ক অজয়?
বক্স অফিসে ছক্কা হাঁকিয়ে এই মুহূর্তে উদ্দীপনার শিখরে পরিচালক অনিস বাজমি। সদ্য মুক্তি পেয়েছে তাঁর ‘ভুল ভুলাইয়া ২’। দর্শক মহলে বেশ প্রশংসিতও হয়েছে এই ছবি। কার্তিক আরিয়ান, কিয়ারা আডবাণীর জমজমাট রসায়নে পর্দা মাতিয়ে দেওয়ার পর পরিচালক শোনালেন আরও সুখবর।
প্রায় ১৬ বছর আগে অনিস তৈরি করেছিলেন ‘নাম’। মুখ্য চরিত্রে ছিলেন অজয় দেবগণ। এত বছর পরে অবশেষে ২০২২-এই মুক্তি পেতে চলেছে সেই ছবি। পরিচালকের বক্তব্য, কিছু ছবির গল্প এমন যা এক যুগ পেরিয়েও প্রাসঙ্গিক থাকে। ‘নাম’-ও তেমনই এক ছবি।
তবে এখানেই সুখবরের শেষ নয়। সিক্যুয়েলে সাফল্যের স্বাদ চেখে ফের আর এক ছবির সিক্যুয়েলেই মন দিয়েছেন অনিস। ২০০২ সালে তাঁর পরিচালনাতেই মুক্তি পেয়েছিল ‘দিওয়ানগি’। এ বার তারই পরের কিস্তি তৈরি করতে চান অনিস।
অক্ষয় কুমার, উর্মিলা মাতোন্ডকর, অক্ষয় খন্না অভিনীত থ্রিলার ছবি ‘দিওয়ানগি’তেই প্রথম বার খলনায়কের ভূমিকায় দেখা গিয়েছিল অজয়কে। ২০ বছর পর আবারও সেই ছবিকে নতুন ভাবে দর্শকের সামনে আনার ইচ্ছা প্রকাশ করেছেন আনিস।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।