Irrfan khan-Akshay Kumar

অক্ষয়ের কেরিয়ারে অবদান রয়েছে ইরফানের, বিস্তারিত জানালেন পরিচালক

ছবি নির্বাচনের ক্ষেত্রে সব সময় নিজের কথা ভাবতেন না ইরফান খান। অক্ষয়ের কেরিয়ারে বড় অবদান ছিল ইরফানের।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৮:২৮
Share:

(বাঁ দিকে) ইরফান খান। অক্ষয় কুমার (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

অক্ষয় কুমার জানতেন না। কিন্তু তাঁকে না জানিয়েই তাঁর উপকার করেন প্রয়াত অভিনেতা ইরফান খান। পরিচালক নিখিল আডবাণী সম্প্রতি ইরফান প্রসঙ্গে এই নতুন তথ্য জানিয়েছেন।

Advertisement

অক্ষয় কুমারের কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ‘এয়ারলিফ্ট’। ২০১৬ সালে মুক্তি পায় রাজাকৃষ্ণ মেনন পরিচালিত ছবিটি। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন অক্ষয়। কিন্তু ছবির প্রযোজোক নিখিল আডবাণী সম্প্রতি জানিয়েছেন, ছবিটি প্রথমে তিনি ইরফানকে নিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু প্রয়াত অভিনেতার উত্তর আজও মনে রেখেন নিখিল। তিনি বলেন, ‘‘আমি ইরফানের সঙ্গে কথা বলার পর তিনি আমাকে বলেছিলেন, ‘এটা সময়ের থেকে এগিয়ে থাকা একটা ছবি। আমার সঙ্গে করে লাভ নেই। অক্ষয়কে নিয়ে ছবিটা করলে তুমি আরও বেশি বাজেট পাবে’।’’

অন্য দিকে, অক্ষয় ছবির চিত্রনাট্য পড়েই রাজি হয়ে যান। পরিচালকের সঙ্গে সময় থাকতে তিনি একাধিক ওয়ার্কশপেও অংশ নেন। নিখিল বলেন, ‘‘আমি অক্ষয়কে জানাই, ইরফান ছবিটা করতে চায়নি।’’ ফলে অক্ষয় জানতে চান যে, নিখিল তাঁর কাছে কেন এসেছেন। নিখিল বলেন, ‘‘সিরিয়াস ছবি এবং ওয়ার্কশপের কথা বলতেই অক্ষয় রাজি হয়ে যায়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement