Prabhas

‘বিয়ে করছেন কবে? কী বললেন ‘বাহুবলী’ প্রভাস’

আমার সব ছবিই বড় পর্দায় মুক্তি পাচ্ছে। তবে এটা ঠিক যে, অতিমারি-ধ্বস্ত সময়ে ওটিটি-র বিরাট অবদান রয়েছে।

Advertisement

শ্রাবন্তী চক্রবর্তী

শেষ আপডেট: ১১ মার্চ ২০২২ ০৯:৪২
Share:

প্রভাস।

প্র: ‘রাধে শ্যাম’ ছবিতে ভালবাসা আর ভাগ্যের কথা বলা হয়েছে। আপনি নিজে ভাগ্যে বিশ্বাস করেন?

Advertisement

উ: ছবিতে আমার চরিত্র বিক্রমাদিত্য ভাগ্যে বিশ্বাস করে। আমি ব্যক্তিগত ভাবে পরিশ্রমে বিশ্বাস করি। তবে এটাও মানি, পরিশ্রমের পাশাপাশি ভাগ্যেরও ভূমিকা থাকে।

প্র: যাবৎ আপনার সব ছবিই হলে মুক্তি পেয়েছে। ওটিটি-তে কাজ করবেন না?

Advertisement

উ: না, এই মুহূর্তে ওটিটি-তে কাজ করার পরিকল্পনা নেই। আমার সব ছবিই বড় পর্দায় মুক্তি পাচ্ছে। তবে এটা ঠিক যে, অতিমারি-ধ্বস্ত সময়ে ওটিটি-র বিরাট অবদান রয়েছে।

প্র: গত বছরের অন্যতম বড় হিট অল্লু অর্জুনের ‘পুষ্পা’আপনি কি ওঁকে নিজের প্রতিযোগী বলে মনে করেন?

উ: প্রতিযোগিতা তো ভাল ব্যাপার। সব ক্ষেত্রেই থাকা উচিত। অল্লু অর্জুন ‘পুষ্পা’য় খুব ভাল কাজ করেছেন। ভারতীয় ছবি একশো বছর পার করে ফেলেছে। এ বার আমাদের উপলব্ধি করার সময় এসেছে যে, আসলে আমরা সবাই এক। নিজেদের মধ্যে প্রতিযোগিতা বন্ধ করে বাইরের দুনিয়ার সঙ্গে তা শুরু করা জরুরি।

প্র: ‘বাহুবলী’পরে আপনার খ্যাতি আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছিল। আপনার কাছে এখন স্টারডমের সংজ্ঞা কী?

উ: ‘বাহুবলী’ মুক্তি পাওয়ার পরে আমার জনপ্রিয়তা ১:১০০০ অনুপাতে বেড়ে গিয়েছিল। পুরো বিষয়টা আত্মস্থ করতে আমার বেশ সময় লেগেছিল। তবে পরিচালক এস এস রাজামৌলি আর আমি পরস্পরের প্রতি যে বিশ্বাস দেখিয়েছি, তার ফলও পেয়েছি আমরা।

প্র: ‘আদিপুরুষ’কে ঘিরে প্রত্যাশা কী রকম?

উ: ‘বাহুবলী’ নিয়ে আমি এতটা ভয় পাইনি, যতটা ‘আদিপুরুষ’ নিয়ে পাচ্ছি। পরিচালক ওম রাউত একজন দক্ষ, কমার্শিয়াল পরিচালক। তাই সে দিক থেকে স্বস্তিতে আছি। সেফ আলি খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও দারুণ। ওঁর সেন্স অব হিউমর খুব ভাল। নিজের শট শেষ হয়ে গেলেও ভ্যানিটি ভ্যানে ফিরে যেতেন না। অমিতাভ স্যরকেও দেখেছি শট দেওয়ার পরে সেটেই বসে থাকতে। আমি নিজে কিন্তু কোনও দিন সেটা করিনি।

প্র: নাগ অশ্বিনের ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করে কেমন লাগল?

উ: অমিতাভ স্যরের সঙ্গে কাজ করার স্বপ্ন ছিল বহু দিন ধরেই। সেটে ওঁর সঙ্গে কাটানো সময়টুকু আমার মনের খুব কাছের স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। সেটে একবার স্যরের জন্য আমার বাড়ি থেকে খাবার এসেছিল বলে খুব খুশি হয়েছিলেন।

প্র: মুম্বই শহর কেমন লাগে আপনার?

উ: অনেক বছর আগে আমার ভাই আর তার বন্ধুদের সঙ্গে আসতাম মুম্বইয়ে। ভিক্টোরিয়া টার্মিনাস স্টেশনে গিয়ে দেখেছিলাম, কেউ হাঁটছে না, সকলে ছুটছে। মুম্বইয়ের এনার্জি আমার খুব ভাল লাগে। আর বড়া পাও তো আমার ফেভারিট! মুম্বইয়ে এলে ওটা তো খাবই।

প্র: ব্র্যান্ড এনডর্সমেন্টে আপনাকে তেমন দেখা যায় না। কেন?

উ: অল্প কয়েকটি ব্র্যান্ডের সঙ্গে যুক্ত রয়েছি। ছবির কাজের পরে নিজের জগতে থাকতেই ভালবাসি। নিজেকে বেশি মেলে ধরতে পছন্দ করি না।

প্র: বিয়ে করছেন কবে?

উ: আমার মনে হয়, এ বার বিয়ের সময় এসে গিয়েছে। আর বিয়ে করলে তো লাভ ম্যারেজই হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement