Entertainment News

নিজের সম্পর্কে গসিপ মেগা সিরিয়াল মনে হয়েছিল সন্দীপ্তার!

২০০৮-এ ‘দুর্গা’ দিয়ে টেলিভিশনে অভিনয়ের কেরিয়ার শুরু করেন তিনি। জনপ্রিয়তা পাওয়া যেন ছিল সময়ের অপেক্ষা। জনপ্রিয়তা এসেছে। পাশাপাশি গসিপও। আবার টেলিভিশন ছেড়ে ওয়েব সিরিজেও কাজ করছেন। তিনি অর্থাত্ সন্দীপ্তা সেন, আনপ্লাগড...২০০৮-এ ‘দুর্গা’ দিয়ে টেলিভিশনে অভিনয়ের কেরিয়ার শুরু করেন তিনি। জনপ্রিয়তা পাওয়া যেন ছিল সময়ের অপেক্ষা। জনপ্রিয়তা এসেছে। পাশাপাশি গসিপও। আবার টেলিভিশন ছেড়ে ওয়েব সিরিজেও কাজ করছেন। তিনি অর্থাত্ সন্দীপ্তা সেন, আনপ্লাগড...

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৯ ১৪:২৬
Share:

সন্দীপ্তা সেন।

টেলিভিশনের জনপ্রিয় মুখ সন্দীপ্তা এখন টেলিভিশনে কোথায়?
এখন টেলিভিশনে ব্রেক নিয়েছি। ডিসেম্বরের শেষে ‘প্রতিদান’ শেষ হয়েছে। নেক্সট জুনের আগে শুরু করতে চাইছি না।

Advertisement

কেন?
আমি খুব ঘুরতে ভালবাসি। মেগাতে ঢুকে গেলে ঘুরতে যাওয়া হয় না। আর ওটা (ঘুরতে যাওয়া) আমার কাছে খুব ইমপর্ট্যান্ট।

লাস্ট কোথায় গেলেন?
কচ, ভুজে গিয়েছিলাম। ছ’দিনের একটা সোলো ট্রিপ করলাম।

Advertisement

ব্রেকে অন্য কাজ করছেন?
‘আস্তে লেডিস’ নামে একটা ওয়েব সিরিজ করলাম। স্ট্রিমিং শুরু হয়েছে। এটা আমার প্রথম ওয়েব সিরিজ। ওখানকার চরিত্রটা আমার খুব পছন্দের। সাধারণ মেয়ে। যে স্কুল টিচার ছিল। ব্যবসা করবে বলে চাকরি ছেড়ে দিয়েছে। দু’বছর হল বিয়ে হয়েছে তার। বর চায় বউ চাকরি করুক। লোন নিয়ে বন্ধুদের সঙ্গে পার্লার খোলে মেয়েটি। এক বছর পরে স্পেস নিয়ে ল্যান্ডলর্ডের সঙ্গে সমস্যা হয়। সে প্রচুর টাকা চায়। এ বার টাকাটা কী ভাবে ওরা ২০ দিনের মধ্যে জোগাড় করবে সেটা নিয়েই গল্প। ওরা ডাকাতি করার প্ল্যান করে। কিন্তু টাকাটা আবার ফিরিয়েও দেবে। মানে মরাল ব্যাপারটা খুব স্ট্রং। সিচুয়েশনাল কমেডি বলতে পারেন।

আরও পড়ুন, ‘আমার দুর্গা’র পর কী করছেন সঙ্ঘমিত্রা?

আপনার সঙ্গে আর কারা রয়েছেন?
বেসিক্যালি তিনটে মেয়ে। আমার সঙ্গে সায়নী আর মধুরিমা রয়েছে। আমাদের মধ্যে সবচেয়ে ছোট মধুরিমা। খুব মজা হত শুটিংয়ে। সায়নীকে খুব ইরিটেট করেছি।

কেন?
বেসুরো গলায় গান গেয়েছি পুরো শুটিংয়ে।

অভিনয় ছাড়াও আপনার অন্য একটা পেশা রয়েছে...
হুম। আমি সাইকোলজিস্ট।

প্র্যাকটিস করেন?
প্র্যাকটিস বলতে, কাউন্সিলিং বা থেরাপির জন্য কেউ এলে এখন বাড়িতেই ডেকে নিই। ভবিষ্যতে নিজের একটা চেম্বার খোলার ইচ্ছা রয়েছে।


‘আস্তে লেডিস’-এর শুটিংয়ে সায়নী এবং সন্দীপ্তা।

কাউন্সিলিং করাতে ইন্ডাস্ট্রির সদস্যরা আসেন?
ইন্ডাস্ট্রির কয়েক জন এসেছেন। কিন্তু কারা আসেন, বলা যাবে না।

সন্দীপ্তা পেশার খাতিরে অনেকের মনের খবর রাখেন। সন্দীপ্তার মনের খবর কার কাছে?
আমার মনের খবর, মা, বাবা, বন্ধুরা, তুতো বোন রিয়া... বহু লোক আছে।

তাই? ইন্ডাস্ট্রি বা মিডিয়াতে কিন্তু অন্যরকম খবর...
ওটা খবর নয়। গসিপ। আর গসিপ তো মজার জিনিস।

নিজের সম্পর্কে শোনা সেরা গসিপ কোনটা?
খবরের হেডলাইন ছিল, ‘রাহুল-প্রিয়ঙ্কার ঘর ভেঙেছে সন্দীপ্তা সেন’। ঘর ভেঙেছেটা জাস্ট মেগা সিরিয়ালের গল্প মনে হয়েছিল। যেটা একেবারেই ঠিক ছিল না। সেটা রাহুল-প্রিয়ঙ্কাও বলেছে। কিন্তু মানুষ যেটা শুনতে চায়...।

আরও পড়ুন, ‘আমি ভাগ্যবান #মিটু ফেস করিনি, কিন্তু কেন ভাগ্যবান বলব বলুন তো?’

অডিয়েন্স?
দেখুন, আমরা ভাল বন্ধু। গ্রুপে অনেকেই ছিল। আমরা আলাদাও কফি খেতে গিয়েছি। তাতে কী এসে গেল। কিন্তু ইন্ডাস্ট্রির কারও মনে হয়েছে হয়তো, তাই বলেছে। এগুলো বাস্তবে হয় না। অন্য জনের দিকে আঙুল তুলতে ভাল লাগে আমাদের। কিন্তু ম্যাচিওর্ডলি ভাবলেই বোঝা যাবে, ওদের নিজেদের মধ্যে সমস্যা না থাকলে কি আলাদা হত ওরা? এটা আজ অবধি পৃথিবীতে হয়নি।

কিন্তু আপনার নামটাই কেন শোনা গিয়েছিল? রাহুলের তো আরও বন্ধু রয়েছেন...।
জানি না। হতে পারে তখন ‘তুমি আসবে বলে’ খুব পপুলার ছিল বলে।

মানে?
মানে, আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি খুব পপুলার ছিল সে সময়। আসলে শুটিংয়ের পর আমরা আড্ডা মারতাম। ঘুরতে যেতাম। সবাই মিলেই যেতাম। আমি আর রাহুল বহু বার কফি খেতে গিয়েছি। এটা বারবার স্বীকার করেছি আমি। কিন্তু তাতে কী এসে যায়? সেটা দেখে কারও কিছু মনে হয়েছে হয়তো। মনে হওয়াটা নিয়ে কিছু বলতে চাই না। প্রিয়ঙ্কা, রাহুল আলাদা আলাদা ভাবে এটা নিয়ে প্রেসে কথা বলেছে। প্রিয়ঙ্কার সঙ্গে খুবই ভাল সম্পর্ক আমার।


‘আমি খুব ঘুরতে ভালবাসি। মেগাতে ঢুকে গেলে ঘুরতে যাওয়া হয় না।’

এ বিষয়টা নিয়েও নিশ্চয়ই কথা হয়েছে?
এটা নিয়ে কথাও হয়েছে। প্রিয়ঙ্কা বলেছে, তুমি কিন্তু কারণ নও। শুধু আমাকে কেন, প্রেসেও অনেক বার বলেছে। আমাদের কী কথা হয়েছে, তার সবটা মিডিয়াতে বলতে চাই না আমি।

সন্দীপ্তা এখন কি প্রেম করছেন?
না। প্রেম করার মতো সময় নেই। মেগা করতে গিয়ে প্রেম করাটা চাপের। তবে হলে হয়ে যাবে...।

আরও পড়ুন, প্রেম আর কাজ ঠিক ব্যালান্স করতে পারি না, বলছেন এনা

ইন্ডাস্ট্রিতে বন্ধু কে?
অনেকে। রাহুল, সুদীপ, তরিতা, রূপাঞ্জনাদি, তনুকাদি।

কোনও আক্ষেপ রয়েছে কেরিয়ারে?
আক্ষেপ নয়। এখন মনে হয়, ডিসিশনটা এক অর্থে ঠিক ছিল, এক অর্থে ভুল। ‘দুর্গা’র পর মুম্বই থেকে ডেলি সোপের প্রচুর অফার পেয়েছিলাম। একটা ছিল প্রোডিউসারের কামব্যাক প্রজেক্ট। কিন্তু মাস্টার্স চলছিল বলে না করে দিয়েছিলাম। ওরা অনেক অনুরোধ করেছিল। বাড়ির লোকও বলেছিল, ভেবে দেখ। ‘তুমি আসবে বলে’র সময় বা পরেও প্রচুর অফার আসে। সেগুলো মনে হয় আমার কি নেওয়া উচিত ছিল? তার পর মনে হয়, তা হলে তো সাইকোলজিস্ট হতে পারতাম না...।

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement