পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞার প্রশ্ন এড়ালেন অনুরাগ ঠাকুর? ফাইল চিত্র।
মুম্বইয়ে সূচনা সাংহাই সহযোগিতা সংস্থা চলচ্চিত্র উৎসবের। শুক্রবার মুম্বইয়ে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। ছিলেন অক্ষয় কুমার, হেমা মালিনী, টাইগার শ্রফ, পুনম দিল্লোঁ প্রমুখ। প্রদীপ জ্বালিয়ে সূচনা হয় চলচ্চিত্র উৎসবের। উদ্বোধনী অনুষ্ঠানে একাধিক বিষয় নিয়ে কথা বলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। ওঠে চলচ্চিত্র উৎসবে পাকিস্তানের অংশগ্রহণ ও পাকিস্তানি শিল্পীদের প্রসঙ্গও। কেন্দ্রীয় মন্ত্রী জানান, অন্য দেশের মতো পাকিস্তানকেও অংশ নিতে আহ্বান জানানো হয়েছিল, কিন্তু তারা অংশ নেয়নি। তিনি বলেন, ‘‘যে কোনও বহুদেশীয় উদ্যাপনের ক্ষেত্রে সব দেশকেই অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়। অংশ নেওয়া বা না নেওয়া তাদের ব্যাপার। সাংহাই সহযোগিতা সংস্থার সব সদস্যকেই আমাদের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে সবার জন্য দরজা খুলে রেখেছি।’’
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন অক্ষয় কুমার, হেমা মালিনী-সহ অন্যান্যরা। ছবি: সংগৃহীত।
সাংহাই সহযোগিতা সংস্থা চলচ্চিত্র উৎসবে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে আলোচনা চলাকালীন প্রশ্ন ওঠে, তবে কি এ বার পাকিস্তানি শিল্পীদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে? কেন্দ্রীয় মন্ত্রীকে এই প্রশ্ন করা হলে সচেতন ভাবে প্রশ্ন এড়িয়ে যান অনুরাগ ঠাকুর। উত্তর দেন, ‘‘আপাতত সাংহাই সহযোগিতা সংস্থা চলচ্চিত্র উৎসব নিয়েই কথা বলা ভাল।’’
২০১৬ সালে উরি সেক্টরে হামলার পর ভারতে পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। ২০২৩-এ নিষেধাজ্ঞার সপ্তম সালে এসেও তা নিয়ে কোনও স্পষ্ট উত্তর দিলেন না কেন্দ্রীয় মন্ত্রী।
সাংহাই সহযোগিতা সংস্থা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে বয়কট সংস্কৃতি নিয়েও মুখ খোলেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী। ছবি বয়কট প্রসঙ্গে প্রশ্ন উঠলে অনুরাগ ঠাকুর বলেন, ‘‘সেন্সর বোর্ডের কাছ থেকে ছাড়পত্র নিয়েই প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পায়। এর পরেও কারও কোনও অভিযোগ থাকলে তিনি তা জানাতে পারেন, সেন্সর বোর্ডের সঙ্গে তা নিয়ে আলোচনা করা হবে।’’