Rahul Banerjee

ছোটবেলার ‘পৈশাচিক’ পরিবেশ থেকে বেরিয়ে এসে ‘ভয়’-কে কী ভাবে জয় করবেন দীপা?

দীপার চরিত্রে দেখা যাবে ‘সোয়েটার’ খ্যাত অনুরাধা মুখোপাধ্যায়কে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯ ১৭:০৯
Share:

রাহুল-অনুরাধা-অপরাজিতা

সে এক নির্মম শৈশব। অল্প বয়সে হারিয়েছে মা’কে। বাবার সঙ্গেও যোগাযোগ নেই তাঁর। নিজের সঙ্গে যুদ্ধ করতে করতে বেড়ে ওঠার এক অক্লান্ত পরিশ্রম..হঠাৎই জীবনে বদল ঘটে দীপার। কী সেই বদল যা পুরোপুরি বদলে দেয় তাঁর জীবন?

Advertisement

সঞ্জীব চট্টোপাধ্যায়ের গল্প ‘ভয়’ অবলম্বনেই পরিচালক ইন্দ্রাশিস আচার্য নিয়ে আসছেন তাঁর পরবর্তী ছবি ‘মায়া ভয়’। আর সেই ছবিতেই দীপার জীবনের টানাপোড়েন, অস্তিত্ব সঙ্কট এবং তা থেকে বেরিয়ে আসার আপ্রাণ প্রয়াস নিয়েই জাল বুনেছেন পরিচালক। মনস্তত্ত্বের এক অদ্ভুত মিশেলের সাক্ষী হতে চলেছে ওই ছবি।

দীপার চরিত্রে দেখা যাবে ‘সোয়েটার’ খ্যাত অনুরাধা মুখোপাধ্যায়কে। এ ছাড়াও দেখা যাবে টোটা রায় চৌধুরী, রাহুল বন্দ্যোপাধ্যায় এবং অপরাজিতা ঘোষ দাসকে। জানা গিয়েছে, ফেব্রুয়ারি থেকে শুরু হবে সেই ছবির শুটিং। কলকাতা আর দার্জিলিঙে মূলত শুটিং হবে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন জয় সরকার।

Advertisement

আরও পড়ুন-‘মিথিলাকে তিন কোটি টাকার গাড়ি উপহার দিয়েছেন সৃজিত’! পরিচালক বললেন...

আরও পড়ুন-সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ করে ট্রোলের শিকার, টুইটার ছাড়লেন জাভেদ জাফরি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement