মুখ্যমন্ত্রীর কাছে সিনেমা দেখার সুযোগ চেয়ে আর্জি
আগামীর সূর্যটা দেখতে পাব তো! প্রতিনিয়ত এমনই অনিশ্চয়তায় দিন কাটে তাঁদের। বেলপাহাড়ির জঙ্গলে যাঁদের বাস। ছবির প্রেক্ষাপট জঙ্গলমহল। সেখানকার মাওবাদী এবং ত্রিকোণ প্রেমের গল্প বলবে পরিচালক মন্দীপ সাহার নতুন ছবি ‘ইস্কাবন।’ কাহিনিকার রাধামাধব মণ্ডল। যে ছবি মুক্তি পেতে চলেছে ১৭ জুন। মুখ্য চরিত্রে সৌরভ দাস, অনামিকা চক্রবর্তী এবং সঞ্জু । জঙ্গলমহল, মাওবাদী প্রেক্ষাপটে ছবি। যে ছবিতে বিভিন্ন আদিবাসীরাও অভিনয় করেছেন। ছবিতে কাজ করেলেও তাঁদের কাছে বিনোদনের কোনও মাধ্যম নেই। সেই আর্জি নিয়েই এবার নবান্নের পথে আদিবাসীরা।
শান্তিনিকেতন থেকে ৩৫-৪০ জন আদিবাসী বৃহস্পতিবার যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তাঁদের আর্জি, এই ছবি যেহেতু তাঁদের জীবনকে কেন্দ্র করে তাই তাঁদের দয়া করে যেন এই ছবি দেখার সুযোগ করে দেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় যেন তাঁদের এই আর্জির মান্যতা দেন, এমনটাই জানালেন অভিনেতা সৌরভ দাস। আনন্দবাজার অনলাইনের তরফ থেকে অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি সব সময় মনে করি সিনেমা সকলের জন্য। সিনেমায় কখনও কোনও বিভজন হয় না। তাতে কালো, সাদা, উঁচু, নিচু ভেদ নেই। আর এই ছবিগুলো ওঁদেরকে কেন্দ্র করেই। আমি ওঁদের সঙ্গে আছি। ওঁদেরও তো ইচ্ছে করে সিনেমা দেখতে, আনন্দ করতে।”
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।