Donal Bisht

লাল বিকিনি পরে গোয়ার বিচে, ট্রোলড হয়ে রেগে আগুন ডোনাল

নীল আকাশ আর হলুদ বালির সৈকতে লাল বিকিনি শোভিত ডোনাল যে তাপমাত্রা অনেকটাই বাড়িয়েছেন সে কথা এক বাক্যে স্বীকার করেছেন তাঁর অনুরাগীরা। কিন্তু, ‘দুষ্টু লোক’ও তো কম নেই নেট দুনিয়ায়!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২১ ২১:৫১
Share:

ডোনাল বিস্ত।

গোয়ার সমুদ্রে লাল বিকিনি পরে নেমেছিলেন। ছবিও শেয়ার করেছিলেন সমাজ মাধ্যমে। কিন্তু, সেই ছবিতে নেটাগরিকরা ‘ভদ্র-সভ্য’ মন্তব্য না করায় মুখ ভার হয়েছে হিন্দি টেলিভিশন অভিনেত্রী ডোনাল বিস্তের।

Advertisement

নীল আকাশ আর হলুদ বালির সৈকতে লাল বিকিনি শোভিত ডোনাল যে তাপমাত্রা অনেকটাই বাড়িয়েছেন সে কথা এক বাক্যে স্বীকার করেছেন তাঁর অনুরাগীরা। কিন্তু, ‘দুষ্টু লোক’ও তো কম নেই নেট দুনিয়ায়! তারা সেই ভালটুকু উপলব্ধি না করে শুধু ডোনালের নিন্দাতেই ব্যস্ত। ‘অকারণ শরীর প্রদর্শন’, ‘এদের কি একটুকরো কাপড় জোটে না’ বা ‘অভিনয় জানে না বলেই এ সব করতে হয়’ জাতীয় মতামত জানিয়ে সমাজমাধ্যমের পাতায় নানা অ-কথা কু-কথা শুনিয়েছেন তারা ডোনালকে। ট্রোলড হয়ে রেগে আগুন অভিনেত্রী।

তার কথায় ‘এরা কিছু বলার আগে ভাবে না। বোঝে না যাদের বলছে তাদেরও বাবা-মা থাকতে পারে। এই ধরনের মন্তব্য তাদেরকে প্রভাবিত করতে পারে’।

Advertisement

বেশ রাগ দেখিয়েই তাই ইনস্টাগ্রাম স্টোরিতে ডোনাল লিখেছেন,‘মেয়েদের বিচার তাদের পোশাক দিয়ে কোরো না, মনটাও দেখ’।

হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ ডোনাল বিস্ত। এক দিওয়ানা থা, রূপ-মর্দকা নয়া স্বরূপ, দিল তো হ্যাপি হ্যায় জি-র মতো বেশ কিছু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ডোনাল। ২০১৯ সালে টিভি জগতের মোস্ট ডিজায়ারেবল উওম্যানের পুরস্কারও জিতেছিলেন তিনি। সেই ডোনাল একটু বিকিনি পরে গোয়ার সমুদ্রে ঘুরলেই দোষ! প্রশ্ন তুলেছেন অনুরাগীরা। যদিও তাতে নিন্দুকের মুখ বন্ধ করা যায়নি।

A post shared by Donal Bisht (@donalbisht)

আরও পড়ুন : বাঙালি বিয়ের প্রথম পাঠ দিতে প্রেমিককেই পিঁড়ি ধরতে বললেন সুস্মিতা

আরও পড়ুন :আবার সুযোগ পেলে স্ত্রী হিসেবে কাকে পছন্দ করতেন অক্ষয় কুমার?

A post shared by Donal Bisht (@donalbisht)

A post shared by Donal Bisht (@donalbisht)

A post shared by Donal Bisht (@donalbisht)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement