জন্মের আগেই মারা যান বাবা। দুই ছেলেকে বড় করেন মা। শিল্পী হওয়ার স্বপ্ন পূরণে করেছেন কেটারিং-বয়ের কাজও। আজ, দেশের ব্যস্ত শিল্পীদের মধ্যে একজন এল ভি রেবন্ত।
পুরো নাম লোল্লা বেঙ্কট রেবন্তকুমার শর্মা। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে জন্ম ১৯৯০-এর ১০ ফেব্রুয়ারি।
রেবন্তকুমারের বড় হয়ে ওঠা বিশাখাপত্তনমে। প্রথমে শ্রীকাকুলামের বালভানু বিদ্যালয়, তার পরে পড়াশোনা বিশাখাপত্তনমের সরকারি কলেজে।
পড়াশোনার পাশাপাশি গানের শখ ছিল ছোটবেলা থেকেই। কিন্তু কেরিয়ার গড়ার মতো অত টাকা আসবে কোথা থেকে? কেটারিংয়ের কাজ নিলেন রেবন্ত।
কাজের মাঝে সময় বার করে অংশ নিতেন বিভিন্ন ট্যালেন্ট হান্ট শো-এ। ইটিভি-তে ‘সপথা স্বরালু’ শো-এ প্রথম অংশ নেন রেবন্তকুমার। ২০১৬ সালে ‘ইন্ডিয়ান আইডল’-এর নবম সিজনে তিনি জয়ী হন।
ইন্ডিয়ান আইডল-এ চ্যাম্পিয়ন হয়ে তাঁর জীবন বদলে যায়। রাতারাতি তারকা হয়ে ওঠেন তিনি।
ইন্ডিয়ান আইডল-এ জয়ের সুবাদে রেবন্তকুমার ২৫ লক্ষ টাকা পুরস্কারমূল্যের নতুন গাড়ি পান।
চ্যাম্পিয়ন হওয়ার পরের বছরই প্রথম কাজ বলিউডে। ‘সবসে বড়া কলাকার’ শো-এর টাইটেল ট্র্যাকে গলা মেলান তিনি।
ইন্ডিয়ান আইডল-এর পরেও দক্ষিণী বিনোদন মঞ্চের রিয়েলিটি শো-এ সাফল্য পেয়েছেন তিনি।
এখন তেলুগু বিনোদনের জগতে প্রথম সারির শিল্পী তিনি। তেলুগু ও কন্নড় ইন্ডাস্ট্রি মিলিয়ে দুশোর বেশি ছবিতে গান করেছেন।
২০১৫ সালে মুক্তি পায় সুপারহিট ছবি ‘বাহুবলী: দ্য বিগিনিং’। এই ছবিতে রেবন্তের গলায় ‘মনোহারী’ গানটি বেশ জনপ্রিয় হয়।
যশ ও খ্যাতির সাগরে ভেসে গেলেও ঘামরক্তে ভেজা অতীতকে ভুলতে পারেন না আজকের নামী গায়ক রেবন্তকুমার।