Trina Saha

নীলের গালে চুমু, রিল-রিয়েলে সাম্য রাখলেন তৃণা?

সৌজন্য আর নীল, দুই দাড়িওয়ালা ‘পতিদেব’-এর গালেই জম্পেশ চুমু খেয়েই কি বাস্তব আর পর্দায় ভারসাম্য রাখলেন তৃণা?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২০ ২০:৫৮
Share:

নীল ভট্টাচার্য-তৃণা সাহা

ছোট পর্দা জমিয়ে দিয়েছে গুনগুন। নেটপাড়া মাত তৃণা সাহার! কী করে?

Advertisement

ক’দিন আগেই ফুলশয্যার রাতে সৌজন্যের দাড়ি ভর্তি গালে চুমু খেয়েছে গুনগুন। ক’দিন পরে একই কায়দায় নীল ভট্টাচার্যের দাড়ি ভর্তি গালে চুমু খেলেন তৃণা সাহা! দু’টো ছবিই শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দু’টো ছবি নিয়েই হইচই নেট পাড়ায়।

কেন! প্রিয় জনকে আদর করা অন্যায়?

Advertisement

মোটেই নয়। চুমু খাওয়ার জন্যে চর্চাও হয়নি। চর্চার মূলে এক নারী দুই পুরুষ! মানে দু’জন পুরুষের গালে চুমু খেয়েছেন একই নারী, ‘গুনগুন’ ওরফে তৃণা সাহা। যা দেখে মজায় মেতেছেন নেটাগরিকেরা। বলেছেন, সৌজন্য আর নীল, দুই দাড়িওয়ালা ‘পতিদেব’-এর গালেই জম্পেশ চুমু খেয়েই কি বাস্তব আর পর্দায় ভারসাম্য রাখলেন তৃণা?

A post shared by Trina_Saha_💖 (@trinasahamylove)

ধারাবাহিক ‘খড়কুটো’য় সৌজন্য গুনগুনের স্বামী। জুটির ফি-দিনের মজার কাণ্ড ধারাবাহিককে পৌঁছে দিয়েছে পয়লা নম্বরে। ওদিকে নীল হলেন তৃণার রিয়েল উড বি হাজব্যান্ড। আরও মজা আছে। দুই স্বামীরই কমন ফ্যাক্টর গাল ভর্তি ‘দাড়ি’।
দাড়ি ভর্তি গালে গুনগুনের চুমু খেতে ভীষণ আপত্তি। তৃণারও কি তাই?

জানা যায়নি। তবে ছবি বলছে, তৃণার আদর আন্তরিক ভালবাসায় ভরপুর। নীল-তৃণার পিডিএ দীর্ঘদিন ধরেই নেটপাড়ায় জনপ্রিয়। আগামী ৪ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেতা যুগল। এ কথা জানার পরেই তাঁদের নিয়ে আগ্রহ বেড়েছে সোশ্যাল মিডিয়ায়। অন্য দিকে, সৌজন্য-গুনগুনের রসায়নও প্রথম দিন থেকেই দর্শকদের ভীষণ আদরের। হৃদয়ের কাছাকাছি।

ওদের খুনসুটি ফিরিয়ে দিয়েছে স্বর্ণযুগের বাংলা ছবির স্বাদ।

আরও পড়ুন: ফারহা খান এবং বিক্রান্ত মেসির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক

‘গুনগুন’ হয়ে পর্দার বিয়ে সামলানোর পর তৃণা আপাতত বাস্তবের বিয়ে নিয়ে ব্যস্ত। রবিবারে তিনি প্রথম আইবুড়ো ভাত খেলেন মামা বাড়িতে। চলতি মাসের শুরুতেই ছিল জমকালো ব্যাচেলর পার্টি। পাশাপাশি, নতুন বছরের গোড়াতেই অভিনেত্রীর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় তারও তোড়জোড় শুরু করে দিয়েছেন অনুরাগীরা।

আরও পড়ুন: আর এক বার ফিরছেন ইরফান, অপেক্ষায় দর্শকরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement