Imtiaz Ali

Imtiaz Ali: বাস্তবে প্রেমের কাহিনি পরিচালকের, ভাঙা সংসার জুড়ে ১০ বছর পরে ঘরে ফিরলেন ইমতিয়াজ

এক দশক মুখের কথা নয়। সংসার ভেঙে এতগুলো বছর আলাদাই ছিলেন দু’জনে। ভালবাসার টানেই ফের স্ত্রীর কাছে ফিরলেন ইমতিয়াজ আলি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৬:১২
Share:

ভালবাসার টান অটুট ইমতিয়াজের।

‘জব উই মেট’, ‘লভ আজ কাল’ কিংবা ‘হাইওয়ে’। পর্দায় তাঁর ছবি মানেই প্রেমের জাদুকাঠির ছোঁয়ায় পাল্টে আমূল পাল্টে যাওয়া জীবন। পর্দার সেই সব কাহিনিকে যে তিনিই বাস্তব করে ফেলবেন, কে জানত! অথচ ঠিক সেইটাই ঘটিয়ে ফেললেন ইমতিয়াজ আলি। এক দশক আগে ভাঙা সম্পর্ক জুড়ে সংসারে ফিরে গেলেন পরিচালক।

Advertisement

১৯৯৫-এ বিয়ে। অনেক ঝড়ঝাপটা পেরিয়ে ২০১২-য় পথ আলাদা হয়ে গিয়েছিল ইমতিয়াজ ও তাঁর স্ত্রী প্রীতির। কিন্তু ভালবাসার টান যে অটুট! ২০২০-র মার্চে অতিমারির দিনগুলোয় স্ত্রীর জন্য দুশ্চিন্তা করেই বাড়ি ফিরে যান ইমতিয়াজ। করোনার কঠিন দিনগুলো পেরিয়ে কিছু দিন আগে বিদেশ থেকে ফিরিয়ে আনেন মেয়ে ইদাকেও।

তার পরেই পাল্টে গেল সবটা। পর পর দুই ছুটির সফর। ইদাকে নিয়ে গত জানুয়ারিতে ইমতিয়াজ-প্রীতি ঘুরে আসেন মলদ্বীপ। সদ্য জুন মাসে বেশ কয়েক জন আত্মীয়কে সঙ্গে নিয়ে তিন জনে সোজা কেরল। আর তাতেই জমাটবাঁধা সব বরফ গলে জল। মাসখানেক হল, ইমতিয়াজ-প্রীতি সিদ্ধান্ত নিয়েছেন আবার স্বামী-স্ত্রী হিসেবেই সংসারটাকে নতুন করে গড়ে নেবেন তাঁরা।

Advertisement

পর্দায় প্রেমের সংজ্ঞা বদলে দেওয়া ইমতিয়াজ কি এ ভাবেই নিজের জীবনের সংজ্ঞাটাও বদলে ফেললেন? ভাঙাচোরা সংসারটাকে গুছিয়ে নিলেন ভালবাসার জোরেই?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement