Iman Chakraborty

নীলাঞ্জনের গালে চুমু এঁকে দিলেন ইমন, জানালেন ভালবাসার কথা

একটি ছবি পোস্ট করেছেন ইমন। সোখানে দেখা যাচ্ছে, নীলাঞ্জনের গালে চুমু এঁকে দিচ্ছেন গায়িকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ মে ২০২১ ২২:৪৯
Share:

নীলাঞ্জন এবং ইমন।

ভালবাসায় থাকতে ভালবাসেন ইমন চক্রবর্তী। স্বামী নীলাঞ্জন ঘোষকে আঁকড়ে ধরে থাকার মধ্যেই যেন স্বস্তি খুঁজে পান তিনি। ইমনের সাম্প্রতিকতম ইনস্টাগ্রামে পোস্ট যেন আরও একবার প্রমাণ করল সে কথাই।

একটি ছবি পোস্ট করেছেন ইমন। দেখা যাচ্ছে, নীলাঞ্জনের গালে চুমু এঁকে দিচ্ছেন গায়িকা। নীলাঞ্জনের হাত ছুঁয়ে রয়েছে ইমনের কাঁধ। অন্য হাতে একটি তারের বাদ্যযন্ত্র। স্বামী-স্ত্রী, দু’জনেরই চোখ ঢাকা রোদ চশমায়। ছবিটি বিবরণীতে ইমন লিখেছেন, ‘আমি তোমাকে ভালবাসি’।

ইমন-নীলাঞ্জনের এমন ভালবাসার মুহূর্ত মাঝেমধ্যেই ভেসে ওঠে নেটমাধ্যমে। গত পয়লা বৈশাখেও এঁকে অপরকে আলিঙ্গন করার মুহূর্ত ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছিলেন তাঁরা। অনুরাগীরাও ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন তাঁদের ‘নীলামন’-কে।
গত ২ ফেব্রুয়ারি ঘটা করে বিয়ে সারেন ইমন এবং নীলাঞ্জন। খাতায় কলমে যদিও গত বছর পুজোর সময়ই কর্তা-গিন্নি হয়ে গিয়েছিলেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement