‘দঙ্গল’-এ আমির খান। ছবি: টুইটারের সৌজন্যে।
আমির খান একজন ইডিয়ট! শুনতে অবাক লাগলেও এ তো সত্যি। আমির তো ‘থ্রি ইডিয়টস্’-এর একজন। এতদিন বাদে সে কথা আবার ফিরে এল বিধু বিনোদ চোপড়ার হাত ধরে। বিধু বললেন, ‘‘আমিরের মতো একজন ইডিয়টই দঙ্গলের মতো একটা ছবি তৈরি করতে পারে।’’
বিধুর মতে, আমিরের মধ্যে নিজের কাজ, নিজের অভিনয় নিয়ে একটা পাগলামো রয়েছে। মহাবীর সিংহ ফোগটের চরিত্র পর্দায় ফুটিয়ে তুলতে অমানুষিক পরিশ্রম করেছেন নায়ক। আর এই ডেডিকেশন ইন্ডাস্ট্রিতে একমাত্র আমিরের পক্ষেই দেখানো সম্ভব।
বিধুর কথায়, ‘‘আমির পুরো পাগল। ঠিক যেমন আপনারা ওকে থ্রি ইডিয়টসে দেখেছেন। সুতরাং ওর পক্ষেই এমন একটা ছবি তৈরি করা সম্ভব। হয়তো আমরা অনেক টাকা রোজগার করব, তারপর পৃথিবী ছেড়ে চলে যাব। কিন্তু ‘ইডিয়ট’দের পৃথিবী সব সময় মনে রাখবে।’’