Shashi Tharoor

চাইব সব মেয়েরই তোমার মতো ক্ষমতায়ন হোক, কঙ্গনাকে কটাক্ষ শশী তারুরের

গৃহকর্মে রত মহিলাদের কাজের বেতন হওয়া উচিত জানিয়ে সামাজমাধ্যমে একটি মন্তব্য করেছিলেন শশী তারুর। জবাবে কঙ্গনা লেখেন, ‘আমাদের গায়ে দামের ট্যাগ লাগিও না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২১ ১৬:৪৮
Share:

কঙ্গনাকে থামালেন শশী তারুর।

তেড়েফুঁড়েই উঠেছিলেন। সুবিধাজনক বিষয় পেলে যেমনটা সাধারণত করে থাকেন কঙ্গনা রানাউত। প্রচারের আলোর সবটুকু ঘোরানোর চেষ্টা করেন নিজের দিকে। দরকারে আলটপকা মন্তব্য ছুড়ে দিতেও দ্বিধা করেন না। কিন্তু তাঁর সেই আশায় জল ঢেলে দিলেন কংগ্রেস নেতা শশী তারুর। একটি মাত্র টুইটে কঙ্গনার মুখ কিছু ক্ষণের জন্য হলেও বন্ধ করে দিলেন তিনি।

Advertisement

গৃহকর্মে রত মহিলাদের কাজের বেতন হওয়া উচিত জানিয়ে সামাজমাধ্যমে একটি মন্তব্য করেছিলেন শশী তারুর। জবাবে কঙ্গনা লেখেন, ‘আমাদের গায়ে দামের ট্যাগ লাগিও না।আমাদের ভালবাসার মানুষের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার জন্য, আমাদের নিজের সন্তানকে লালন করার জন্য, যে সংসার একান্ত আমাদেরই নিজেদের রাজত্ব, সেখানকার রানি হওয়ার জন্য আমাদের বেতনের দরকার নেই। সব কিছুকে লেনদেন ভাবা বন্ধ কর। বরং নিজের নারীর কাছে সমর্পিত হও। কারণ, সে তোমার পুরোটাই চায়। শুধু তোমার ভালবাসা, তোমার শ্রদ্ধা বা তোমার বেতন নয়।’

কঙ্গনা ভেবে থাকতে পারেন, তাঁর মন্তব্যে রেগে গিয়ে শশী পাল্টা কিছু বলবেন। কিন্তু দুঁদে রাজনীতিক তারুর সে দিক দিয়েই গেলেন না। বরং লিখলেন, ‘আমি কঙ্গনার সঙ্গে সম্পূর্ণ একমত। এমন অনেক কিছুই করতে হয় এক জন গৃহকর্ত্রীকে, যার দাম দেওয়া সম্ভব নয়। কিন্তু, এখানে বিষয়টা তা নয়। এখানে আমরা কথা বলেছি গৃহকর্ত্রীর কাজকে এত দিন যে কাজ হিসাবেই মনে করা হত না, সেই বিষয়টি নিয়ে। আমি বরং চাইব সব মহিলারই তোমার মতো ক্ষমতায়ন হোক।’

Advertisement

কেন্দ্রের শাসক দলের সঙ্গে কঙ্গনার যে সাম্প্রতিক ঘনিষ্ঠতা আর তার জেরে তাঁর সাহস বাড়ার দিকেই কটাক্ষ করেছেন শশী। আর তাতেই থমকে গিয়েছেন কঙ্গনা।

মহিলাদের ক্ষমতায়ন ও তাদের বাড়ির কাজকে পেশা হিসাবে দেখার কথা বলেছিলেন দক্ষিণী অভিনেতা ও রাজনীতিবিদ কমল হাসন। কমলের সেই বক্তব্যকেই সমর্থন করে সমাজমাধ্যমে নিজের মতামত প্রকাশ করেন শশী। লেখেন, কমল হাসন গৃহস্থালির কাজকে পেশা হিসাবে দেখার যে প্রস্তাব করেছেন, তাতে আমার পূর্ণ সমর্থন রয়েছে। রাজ্য সরকার যদি বিষয়টি ভেবে দেখেন, তবে বাড়ির মহিলাদের কায়িক পরিশ্রম অন্যান্য শ্রমের মতোই পরিচিতি পাবে। সমাজে মহিলাদের বা গৃহস্থকাজ করেন যাঁরা তাঁদের ক্ষমতা ও মর্যাদা আরও বাড়াবে।

আরও পড়ুন : কিছু খোলা, কিছু চাপা পোশাকে শীতে উষ্ণ হয়ে উঠবেন কী ভাবে?

আরও পড়ুন : কালো ব্রা-লেটে আলিয়া, তাঁর কোমর ধরে কাছে টানলেন রণবীর

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement