Entertainment News

‘ফিয়ারলেস নাদিয়া’ নন, তিনি মিস জুলিয়া, দাবি কঙ্গনার

তিরিশের দশকে হিন্দি ফিল্মে ঝড় তুলেছিলেন হান্টারওয়ালি। ঘোড়ায় চড়ে চাবুক ঘুরিয়ে অনায়াসে ভিলেনদের ধরাশায়ী করতেন তিনি। ভিন্‌দেশি এই অভিনেত্রী আদতে অস্ট্রেলীয়। তবে মেরি অ্যান ইভান্স নামটা আজ অনেকেই মনে রাখেননি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৭ ২০:২৪
Share:

‘রঙ্গুন’ ফিল্মে কঙ্গনা রানাউত। ছবি: সংগৃহীত।

তিরিশের দশকে হিন্দি ফিল্মে ঝড় তুলেছিলেন হান্টারওয়ালি। ঘোড়ায় চড়ে চাবুক ঘুরিয়ে অনায়াসে ভিলেনদের ধরাশায়ী করতেন তিনি। ভিন্‌দেশি এই অভিনেত্রী আদতে অস্ট্রেলীয়। তবে মেরি অ্যান ইভান্স নামটা আজ অনেকেই মনে রাখেননি। বরং বয়স্কদের স্মৃতিতে এখনও তিনি উজ্জ্বল ‘ফিয়ারলেস নাদিয়া’ নামে।

Advertisement

ফের এক বার তাঁকে মনে করাচ্ছেন কঙ্গনা রানাউত। অন্তত ‘রঙ্গুন’ ফিল্মের প্রোমো দেখে অনেকেরই তেমনটা মত। তাঁদের মতে, ‘রঙ্গুনে’ কঙ্গনার চরিত্র মিস জুলিয়া বোধহয় ‘ফিয়ারলেস নাদিয়া’র উপর ভিত্তি করেই তৈরি। সম্প্রতি ‘রঙ্গুনে’র নির্মাতাদের বিরুদ্ধে কপিরাইট আইন ভাঙায় অভিযোগ উঠেছে। তা নিয়ে মামলাও ঠুকেছেন ‘ফিয়ারলেস নাদিয়া’র এক আত্মীয়। স্বয়ং কঙ্গনা অবশ্য বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, “মামলাটি আদালেত এক্তিয়ারে থাকায় এ নিয়ে মন্তব্য করব না। তবে আমি জোর দিয়ে বলতে পারি, এটা কোনও জীবিত বা মৃত ব্যক্তিভিত্তিক ফিল্ম নয়।”

আরও পড়ুন

Advertisement

টিভিতে ফিরল শাহরুখের ‘সার্কাস’

‘হান্টারওয়ালি’ নাদিয়া এ ভাবেই দুশমনকে ঘায়েল করেছেন। ছবি: সংগৃহীত।

যদিও তা মানতে নারাজ অনেকেই। উল্টে, ফিল্মে ‘ব্লাডি হেল’ গানের দৃশ্য দেখে অনেকেই বলাবলি করছেন, কঙ্গনা যেন ১৯৩৫-এর ফিল্ম ‘হান্টারওয়ালি’র নাদিয়া। তিরিশের দশকের ওই ফিল্মে ‘ফিয়ারলেস নাদিয়া’ নিজেই তাঁর সব স্টান্ট করতেন। ঘোড়ায় চড়া, মারপিট বা চাবুক মেরে ভিলেন তাড়ানো— সবই। আর কঙ্গনা যেন ফিরিয়ে এনেছেন সেই নাদিয়াকেই। তবে কঙ্গনার নিজেই দাবি, ‘রঙ্গুনে’র গল্প পুরোটাই কাল্পনিক।

আরও পড়ুন

আলাদা করে দেখা করতে চেয়েছিলেন টিভি-কর্তা, বিস্ফোরক অভিনেত্রী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement