আমি সতী-সাবিত্রী নই, হতেও চাই না: কঙ্গনা রানাউত

তিনি শুরু থেকেই তাঁর বোল্ড অভিনয়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট বক্তা হিসেবেও বেশ জনপ্রিয়। বলিউড দুনিয়ায় তাঁর অন্য ধারার অভিনয় মানুষের মন কেড়েছে শুরু থেকেই। যার প্রমাণ আমরা পেয়েছি তাঁর অভিনীত গ্যাঙ্গস্টার, লাইফ ইন এ মেট্রো, ফ্যাশন, ক্যুইন, তন্নু ওয়েডস্ মন্নু ইত্যাদি অনেক ছবিতেই। তিনি কঙ্গনা রানাউত। সম্প্রতি তিনি আবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তাঁর সোজা সাপটা কথার জন্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৬ ১৭:০৫
Share:

তিনি শুরু থেকেই তাঁর বোল্ড অভিনয়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট বক্তা হিসেবেও বেশ জনপ্রিয়। বলিউড দুনিয়ায় তাঁর অন্য ধারার অভিনয় মানুষের মন কেড়েছে শুরু থেকেই। যার প্রমাণ আমরা পেয়েছি তাঁর অভিনীত গ্যাঙ্গস্টার, লাইফ ইন এ মেট্রো, ফ্যাশন, ক্যুইন, তন্নু ওয়েডস্ মন্নু ইত্যাদি অনেক ছবিতেই। তিনি কঙ্গনা রানাউত। সম্প্রতি তিনি আবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তাঁর সোজা সাপটা কথার জন্য। সম্প্রতি তিনি একটি প্রেস মিটে বলেছেন, “আমি সতী-সাবিত্রী নই, হতেও চাই না।” তিনি আরও বলেন, “ভারতীয়রা এমনিতেই একটু বেশি সহানুভূতিশীল এবং সব সময়ই অনুনয়-বিনয়ের উপর নির্ভরশীল। তাদের আরও বেশি দৃপ্ত, বলিষ্ঠ হয়ে উঠতে হবে ভভিষ্যতে। এতে তারা তাদের জীবনকে আরও ভাল ভাবে উপভোগ করতে পারবে।” তিনি বলেন, “অনেকেই আমার থেকে ‘সতী-সাবিত্রী’ সুলভ আচরন আশা করেন। কিন্তু বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হলে আজকালকার মেয়েদের ‘সতী-সাবিত্রী’ হলে চলবে না।”

Advertisement

ঠিকই তো! এমন কথা বলিউড ‘ক্যুইন’-এর মুখেই মানায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement