Aviation Turbine Fuel Price Hike

বাণিজ্যিক সিলিন্ডারের পর এ বার দাম বাড়ল বিমানের জ্বালানির!

সংশ্লিষ্ট মহলের অভিযোগ, শিল্প থেকে সাধারণ মানুষ— মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সকলেই। তার পরেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বিন্দুমাত্র স্বস্তি দিল না কাউকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ০৭:৪৮
Share:

— প্রতীকী চিত্র।

হোটেল-রেস্তরাঁয় রান্নার জন্য ব্যবহৃত বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বেড়েছিল ৬১ টাকা। কলকাতায় তা হয়েছে ১৯১১.৫০ টাকা। এ বার বিমানের জ্বালানি এটিএফেরও বাড়ল। শুক্রবার কিলোলিটারে এই তেলের দাম বাড়ল ৩.৩%। টাকার অঙ্কে যা দাঁড়াবে ২৯৪১.৫০। ফলে এ মাসে কলকাতায় উড়ান সংস্থাগুলিকে এক কিলোলিটার বিমানের তেল কিনতে হবে ৯৩,৩৯২.৭৯ টাকা দিয়ে।

Advertisement

সংশ্লিষ্ট মহলের অভিযোগ, শিল্প থেকে সাধারণ মানুষ— মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল সকলেই। তার পরেও রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি বিন্দুমাত্র স্বস্তি দিল না কাউকে। এক দিকে হোটেল-রেস্তরাঁ এবং উড়ান সংস্থাগুলির খরচ বাড়ল। অন্য দিকে, জ্বালানি খাতে খরচ কমার পথ খুলল না দেশের সাধারণ মানুষের জন্য। বিশ্ব বাজারে অশোধিত তেল ব্যারেল পিছু ৭১-৭৩ ডলারে নেমেছে। কিন্তু বিভিন্ন মহলের আর্জি সত্ত্বেও তার সুবিধা পৌঁছে না দিয়ে অপরিবর্তিত রাখা হল গৃহস্থের রান্নার গ্যাসের দাম, কলকাতা যা ৮২৯ টাকা। পরিবহণ জ্বালানি পেট্রল এবং ডিজ়েলের লিটার স্থির রইল যথাক্রমে ১০৪.৯৫ এবং ৯১.৭৬ টাকায়।

বাণিজ্যিক সিলিন্ডারের দাম এই নিয়ে টানা চার মাস বাড়লেও, গত দু’বার বিমান জ্বালানি কমেছে। ১ সেপ্টেম্বর কমেছিল কিলোলিটারে ৪৪৯৫.৫০ টাকা (৪.৫৮%) এবং ১ অক্টোবর ৫৮৮৩ টাকা (৬.৩%)। ফলে চলতি বছরে এটিএফ সব থেকে সস্তা হয় গত মাসে। যা উধাও হল নভেম্বরে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement