আনন্দের প্রস্তাব ফেরালেন হৃতিক

‘জ়িরো’র ভরাডুবির পরে আনন্দের ভরসা ছিল ‘লাল কাপ্তান’ ছবিটি। তবে সেটিও বক্স অফিসে ব্যর্থ হয়। ধনুষ ও সারা আলি খানকে নিয়ে একটি রোম্যান্টিক ছবির পরিকল্পনা করেন আনন্দ।

Advertisement

দীক্ষা দত্ত

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০১৯ ০১:০১
Share:

হৃতিক

যশ রাজ ফিল্মসের প্রযোজনায় ‘ওয়র’-এর অভাবনীয় সাফল্যের পরে হৃতিক রোশন কোন পথে যাবেন, তা নিয়ে জল্পনা চলছে। ফরহা খানের ‘সত্তে পে সত্তা’ নিয়েও তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। এ দিকে আনন্দ এল রাইয়ের রোম্যান্টিক কমেডির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। যার জন্য পরিচালক-প্রযোজক পড়েছেন বিপদে।

Advertisement

‘জ়িরো’র ভরাডুবির পরে আনন্দের ভরসা ছিল ‘লাল কাপ্তান’ ছবিটি। তবে সেটিও বক্স অফিসে ব্যর্থ হয়। ধনুষ ও সারা আলি খানকে নিয়ে একটি রোম্যান্টিক ছবির পরিকল্পনা করেন আনন্দ। দ্বিতীয় নায়ক হিসেবে খোঁজ ছিল এক সুপারস্টারের। প্রস্তাব যায় হৃতিকের কাছে। তবে সারার বিপরীতে তাঁকে মানাবে কি না, তা নিয়ে চিন্তায় পড়েন হৃতিক। কয়েক দফা মিটিংয়ের পরেও মনস্থির করতে পারেননি তিনি। শেষে ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। এই ছবির জন্যই ‘ভুলভুলাইয়া টু’ ছেড়েছিলেন সারা।

আনন্দের নজরে রণবীর সিংহ ও শাহিদ কপূরও ছিলেন। তবে তাঁরা তাঁদের কাজে ব্যস্ত। রণবীরের সঙ্গে সারাকে ইতিমধ্যেই ‘সিম্বা’য় দেখা গিয়েছে। হৃতিকের সঙ্গে তাঁর জুটি সে অর্থে নতুন হত। আনন্দ ও হৃতিক ভবিষ্যতে কী করেন, তার উপরে বাকিদেরও ভবিষ্যৎ নির্ধারিত হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement