সন্তানদের সঙ্গে হৃতিক।
তাঁর সাফ জবাব, “আমি নন-স্মোকার। যদি আমি বাস্তব জীবনে কৃষ হতাম তা হলে সবার আগে এই মারণ ভাইরাসকে ধ্বংস করতাম। পাশাপাশি সমস্ত সিগারেটকেও এই পৃথিবী থেকে দূর করে দিতাম।“
হৃতিকের দাবি তাঁর হাতে মোটেও সিগারেট ছিল না। উত্তর পেয়ে ভক্তরা খুশি। প্রিয় অভিনেতা যে বদভ্যাস আয়ত্ত করেননি জানতে পেরে খুশি তাঁরা।
কিন্তু প্রশ্নটা হল হৃতিকের হাতে আসলে কী? কেউ বলছেন ক্যামেরার কারসাজিতে মনে হচ্ছে সিগারেট আবার কেউ বলছেন ইলিউশন বা চোখের ভ্রম। ...তবে হৃতিক কিন্তু খোলসা করেননি। সুতরাং কৌতূহল রয়েই যাচ্ছে।
আরও পড়ুন- করোনার ছোঁয়ায় দীপিকা-প্রিয়ঙ্কাদের টপকে টপে চলে গেলেন কণিকা