Hrithik Roshan

Fighter: পিছিয়ে গেল হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের ‘ফাইটার’-এর মুক্তি

২০২১ সালে হৃতিকের জন্মদিনে জানা গিয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’-এ জুটি বাঁধতে চলেছেন হৃতিক এবং দীপিকা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মার্চ ২০২২ ১৭:১৫
Share:

হৃতিক রোশন এবং দীপিকা পাড়ুকোন

বলিউডের সবচেয়ে আলোচিত দু’জন অভিনেতা হৃতিক এবং দীপিকা, তাঁদের ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহলের শেষ নেই। ২০২১ সালে হৃতিকের জন্মদিনে জানা গিয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ফাইটার’-এ জুটি বাঁধতে চলেছেন হৃতিক এবং দীপিকা। ছবি মুক্তির দিন ঠিক হয়েছিল ২০২৩-এর ২৬ জানুয়ারি। এ বার পিছিয়ে গেল ছবির মুক্তির দিন।

Advertisement

সম্প্রতি নেটমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করে জানানো হয়েছে ‘ফাইটার’ মুক্তি পেতে পারে ২০২৩ এর ২৮ সেপ্টেম্বর। ওই বছরই ২৫ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা শাহরুখ খান, জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ ছবির। পরের দিনই ‘ফাইটার’ মুক্তি পেলে সাফল্য নিয়ে ঝুঁকি থেকে যেতে পারত। তাই ছবির মুক্তি পিছিয়ে দেওয়া হল কিনা তা অবশ্য জানা যায়নি। ‘ফাইটার’-এ হৃতিক-দীপিকার সঙ্গেই থাকছেন অনিল কপূর।

আরও পড়ুন:
আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement