Hrithik -Saba

প্রেমিকা সাবার জন্মদিনে হৃতিকের শুভেচ্ছাবার্তা, কী লিখলেন প্রাক্তন স্ত্রী সুজ়ান?

প্রাক্তন স্বামীর বান্ধবীর সঙ্গে রীতিমতো বন্ধুত্ব পাতিয়েছেন তিনি, সাবার জন্মদিনে হৃতিকের শুভেচ্ছাবার্তার নীচে কি লিখলেন সুজ়ান?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৪ ১৮:৪২
Share:

(বাঁ দিকে) সাবা-হৃতিক (ডান দিকে) সুজ়ান খান। ছবি: সংগৃহীত।

এ-ও সম্ভব! নিজের প্রাক্তন স্বামীর বর্তমান বান্ধবীর প্রতি এমন ভালবাসা। আদৌ কি সম্ভব! প্রায় অসম্ভবকেই সম্ভব করেছেন যাঁরা, তাঁরা সাবা আজ়াদ ও সুজ়ান খান। দু’জনের যোগসূত্র একজনই, হৃতিক রোশন। এই মুহূর্তে হৃতিকের বান্ধবী সাবা। প্রায় ১৪ বছর হৃতিকের সঙ্গে দাম্পত্য জীবন কাটানোর পর এখন আলাদা সুজ়ান। বিবাহবিচ্ছেদ হলেও নিজেদের মধ্যে সৌজন্য বজায় রেখেছেন প্রাক্তন জুটি। প্রাক্তন স্বামীর বান্ধবীর সঙ্গে রীতিমতো বন্ধুত্ব পাতিয়েছেন তিনি। সাবার জন্মদিনে হৃতিকের শুভেচ্ছাবার্তার নীচে কি লিখলেন সুজ়ান?

Advertisement

প্রেমিকার জন্মদিনে তাঁর সঙ্গে কাটানো একগুচ্ছ ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন হৃতিক। কখনও তাঁরা ঘুরছেন, কখনও খাচ্ছেন, আবার কখনও একসঙ্গে সাইকেল চালাচ্ছেন বলতে গেলে একে অপরের সঙ্গ উপভোগ করছেন জুটি। প্রেমিকার জন্মদিনে হৃতিক লেখেন, ‘‘শুভ জন্মদিন সা, ‘বা’ উহ্য রেখে সেই জায়গায় বসিয়েছেন লভ ইমোজি।” এমন আদুরে ছবি দেখে সুজ়ান লেখেন, ‘‘শুভ জন্মদিন সব্বো।” শুধু সুজ়ান নয়, প্রেমিকের প্রাক্তন স্ত্রীয়ের প্রতি প্রকাশ্যে অনুরাগ জাহির করতে দেখা গিয়েছে সাবাকেও। দিন কয়েক আগে সুজ়ানের জন্মদিনে তাঁকে ‘সুজ়লু’ বলে সম্বোধন করেন সাবা। যে পুরুষকে এক সময় সুজ়ান ভালবেসেছিলেন, সেই এখন সাবার একান্ত আপন। কিন্তু তা বলে দুই নারীর হাতে নেই তরবারি, নেই দ্বৈরথ। একে অপরের চোখের বালি নন তাঁরা। বরং অনেক বেশি বন্ধু। প্রাক্তন দম্পতির এমন সমীকরণে হতভম্ব হয়েছেন অনেকেই। তবে সে সব নেতিবাচক বিষয়ে আমল দিতে নারাজ তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement